'সলমনের ছবি নাকোচ মানেই তুমি খুন হয়ে যাবে', হুমকি পেয়ে বিস্ফোরক কঙ্গনা
- FB
- TW
- Linkdin
সম্প্রতি নিজের এক সাক্ষাৎকারে ফের বিস্ফোরক হয়ে উঠলেন অভিনেত্রী। তিনি বহুদিন ধরেই এ বিষয় স্পষ্ট ছিলেন যে কোনও খান-দের সঙ্গে তিনি ছবি করবেন না।
অভিনেত্রীর মতে খান-দের ছবি করাই মানেই নায়িকার চরিত্রে তেমন কিছু করার নেই। পার্শ্বচরিত্রের মত হারিয়ে যায় অভিনেত্রীরা। তিনি পূর্বেই স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এই কারণেই তিনি খান-দের সঙ্গে অভিনয় করবেন না।
যার কারণে তিনি নাকোচ করেন সুলতান ছবিটি। বিশেষত তানু ওয়েডস মানু রিটার্নসের মত সুপারহিট ছবি দর্শকদের উপহার দেওয়ার পর তিনি নিজের পছন্দসই অভিনেতাদের সঙ্গে অভিনয় করবেন বলে জানিয়ে দেন।
শাহরুখ এবং আমির খানের সঙ্গে ছবি নাকোচ করা কোনও বড় বিষয় নয়। কারণ এমন অনেক অভিনেত্রীই আছেন যাঁরা তাঁদের ছবি নাকোট করেন। তবে গোল বাঁধে সলমনের ছবি নাকোচ করলে।
সলমনের ছবির প্রস্তাব ফিরিয়ে দিলেই নাকি প্রাণের হুমকিও পেতে হয়, বলে দাবি করলেন কঙ্গনা। নিজের এই সাক্ষাৎকারে এমনই জানিয়ে তোপে দাগলেন আদিত্য চোপড়াকেও।
যশ রাজ ফিল্মসের সর্বেসর্বা আদিত্য তাঁকে হুমকি দিয়েছিলেন, কঙ্গনার কেরিয়ার শেষ করে দেবেন বলসেছিলেন, কারণ তিনি সুলতান-এ কাজ করতে চাননি।
এমনই অভিযোগ এনেছেন কঙ্গনা। সুলতানের পরিচালকের সঙ্গে কঙ্গনা ব্যক্তিগতভাবে বৈঠকে ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেন। এমনকি আদিত্য চোপড়ার সঙ্গে আলাদা মিটিং করার কথা ছিল কঙ্গনার।
তিনি আদিত্যের কাছে ক্ষমা চাইতে চেয়েছিলেন, ছবিটির প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য। তবে হঠাৎ করে একটি খবর প্রকাশ্যে আসে যে আমি সুলতান ছবিটি নাকোচ করেছি।
কঙ্গনা বলেন, "তারপরই আদিত্য চোপড়া আমায় ফোন করে হুমকি দেয় 'তোমার সাহস হল কীকরে যে আমায় না বলবে। তোমার কেরিয়ার আমি শেষ করে দেব'।"
"এরম কেন হবে বারবার যে কোনও ছবি না পেলে, অভিনেতা-অভিনেত্রীদের হুমকি পেতে হয়। আর 'ভাই'-এর ছবি না করা মানেই তোমায় গুলি করে শেষ করে ফেলা হবে।"
কঙ্গনার বিস্ফোরক সাক্ষাৎকারে ফের জল্পনা তুঙ্গে। সলমন খান কি সত্যিই নিজের ছবিতে নায়িকার পার্শ্বচরিত্রের মত নেন। তাঁর ছবিতে নাকোচ করার পর কি হুমকি পেতে হয় অভিনেতা-অভিনেত্রীদের।