- Home
- Entertainment
- Bollywood
- সত্যিই যেন 'কুইন' -এর স্বপ্নের রাজমহল, দেখে নিন চোখধাঁধানো বাংলোর অন্দরমহল
সত্যিই যেন 'কুইন' -এর স্বপ্নের রাজমহল, দেখে নিন চোখধাঁধানো বাংলোর অন্দরমহল
- FB
- TW
- Linkdin
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের অন্দরমহলের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে।
মুম্বইয়ের পালি হিল এলাকায় তার বিলাসবহুল বাংলোর ছবি দেখলে আপনিও চমকে যাবেন।
পালি হিলের এই বাংলো কেবল বসবাসের জন্যই নয়, কঙ্গনার নতুন প্রযোজনা হাউসের ওয়ার্কস্টেশনের জন্যই এই বাংলো।
কঙ্গনা এই বাংলোর নাম দিয়েছেন মণিকর্ণিকা ফিল্মস। ডিজাইনার শবনম গুপ্তার প্ল্যানে তৈরি করা এই বাংলো।
বাংলোর পুরো থিমটাই পরিবেশ বান্ধব। স্বপ্নের মতো সুসজ্জিত এই বাংলোর পুরোটাই প্লাস্টিক ফ্রি।
সূত্র থেকে জানা গেছেস পালি হিল ৫-এ কঙ্গনার এই বাংলোর দাম ৪৮ কোটি টাকা।
বাংলোর অন্দরসজ্জাতেই রয়েছে অনেক চমক। একাধারে প্রচুর গাছ, খোলা আকাশের নীচে ক্যাফেটেরিয়া। সব মিলিয়ে এ যেন স্বপ্নের রাজমহল।
দেওয়ালের রং থেকে আসবাবপত্র প্রতিটি জিনিসেই রয়েছে অভিনবত্বের ছোঁয়া। বিশেষ অর্ডার দিয়ে বানানো এই আসবাবপত্রের ডিজাইনেও রয়েছে আধুনিকতা, যা কোথাও সচরাচর চোখে পড়বে না।
বাংলোর ভিতরেই রয়েছে মেডিটেশন করার আলাদা জায়গা। যা অন্যান্য জগত থেকে সম্পূর্ণ ভিন্ন। একদম শান্ত পরিবেশ যেখানে গেলেই মনটা একদম অন্যরকম হয়ে যাবে।
ওয়ার্কপ্লেসের জন্য সম্পূর্ণ আলাদা জায়গা রয়েছে। যেখানে অনেকজন বসারও জায়গা রয়েছে।
বাংলোর সিড়ি থেকে প্রতিটি আলোর মধ্যেও রয়েছে এক মোহ।
পুরো ইউরোপীয়ান ধাঁচে সাজানো হয়েছে এই বাংলোকে। প্রতিটা ঘরের অন্দরসজ্জাও ভিন্ন।