কণিকা মুক্ত করোনা, হাসপাতাল থেকে ছাড়া পেতেই মিম ক্যুইনে পরিণত বলি গায়িকা
করোনা ভাইরাস থেকে মুক্তি, হাসপাতাল থেকেও মুক্তি। তবে পুলিশের থেকে ছাড়া পেলেন না কণিকা। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী তিনটি ধারায় মামলা রুজু হয়েছে। কণিকার সুস্থ হওয়ার অপেক্ষায় ছিল লখনউ পুলিশ। খুব শীঘ্রই শুরু হতে পারে জিজ্ঞাসাবাদের পর্ব। বেআইনিভাবে বিমানবন্দর থেকে বেরিয়ে আসা, শরীরে ভাইরাস জেনেও বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন। যেখানে কমপক্ষে ৩০০-৪০০ অথিতি ছিলেন। ষষ্ঠ টেস্ট নেগেটিভ আসায় এখন তিনি করোনা মুক্ত হলেও শুরু হবে আইনি পর্ব। অবশ্য তার আগেই শুরু হল ট্রোলিং পর্ব।
18

নেটদুনিয়ায় সবচেয়ে ভাইরাল হয়েছে এই মিমটি। যেখানে দেখানো হয়েছে করোনাই কণিকার ভয় পালাচ্ছে।
28
কেবল পালাচ্ছেই না, কণিকার শরীর থেকে বেরতে পেরে সে নাকি বেঁচে গিয়েছে। কণিকাকে নিয়ে এ ধরনের বহু মিমেই ভরেছে নেটদুনিয়া।
38
তাঁর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে, তা নিয়েও মিম তৈরি হয়েছে। মিমে অজয় দেবগণের একটি জনপ্রিয় গানের দৃশ্যের ছবি দিয়ে মিমটি বানানো হয়েছে।
48
মিমের ক্যাপশনে লেখা লখনউ পুলিশ এতদিন কণিকার সুস্থ হয়ে ওঠার জন্যই অপেক্ষা করছি।
58
এমনকি নেহা ধুপিয়া ইটস হার চয়েস নিয়ে তৈরি হয়েছে মিম। যা দেখে হেসে কুপোকাত অগণিত সাইবারবাসী।
68
কণিকা শরীর থেকে করোনা বেরিয়ে গিয়ে করোনা নাকি মিস করছেন গায়িকাকে। এমনও মিম ভাইরাল হয়েছে।
78
হলিউডের ছবির দৃশ্যের কিছু অংশ দিয়েও তৈরি হয়েছে মিম। কণিকাকে নিয়ে আগেও মিম তৈরি হয়েছিল ঠিকই। তবে এগুলি নেটিজেনের একটু বেশিই পছন্দ হয়েছে।
88
সংবাদ শিরোনামে থাকার পাশাপাশি কণিকা মিমজগতেও ধীরে ধীরে জনপ্রিয়তা অরজ্ন করছেন।
Latest Videos