রাজ কাপুর থেকে রণবীর, কাপুর পরিবারের ঝুলিতে একাধিক পরকিয়ার গল্প
| Published : Apr 02 2020, 05:01 PM IST
রাজ কাপুর থেকে রণবীর, কাপুর পরিবারের ঝুলিতে একাধিক পরকিয়ার গল্প
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
19
বলিউডে পা রাখা মাত্রই সিনসেল টাউনে ঝড় তুলেছিলেন রাজ কাপুর। প্রথম থেকেই কাপুর পরিবারের এক আধিপত্য তৈরি করেছিলেন তিনি।
29
সেই প্রথাই যেন বয়ে নিয়ে চলেছে রণবীর কাপুর। একের পর এক ছবির নায়িকাদের সঙ্গে জড়িয়ে তাঁরও নাম।
39
স্ত্রী থাকার সত্ত্বেও নার্গিসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন নার্গিস। এমন কী সব জানা সত্ত্বেও বিয়ে করতে চেয়েছিলেন রাজ কাপুরকে।
49
একই পথে হেঁটেছিলেন স্বামী কাপুর। তাঁর জীবনেও এসেছিলেন নাদিয়া গামাল, মমতাজের সঙ্গে ছিল সম্পর্ক। বীনা রামানির সঙ্গেও সম্পর্ক।
59
একই ভুল করে ছিলেন ঋষি কাপুর। তাঁর জীবনেও একাধিক সম্পর্ক উঁকি মেরেছিল। যার মধ্যে অন্যতম নাম হল বিদ্যা ভারতী।
69
কেরিয়ারের শুরুতেই তিনি সম্পর্কে জড়িয়েছিলেন ডিম্পলের সঙ্গে। রাজ কাপুর প্রথমে স্পস্ট না করালেও পরবর্তীতে কিছুই চাপা পড়েছিল না।
79
জুহি চাওলার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঋষি কাপুর। সেই সম্পর্ক যদিও খুব বেশিদিন স্থায়ী হয়নি।
89
রণবীরকে আঙ্কেলের বদলে আরকে বলতেই বেশি পছন্দ করে আরাধ্যা।
99
তবে দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক আজও চর্চার শীর্ষে। কাপুর পরিবারের এই রঙিন বলিউড জীবনের গল্প রয়েছে আরও অজানা তথ্য।