- Home
- Entertainment
- Bollywood
- আরো এক স্টারকিড নিয়ে বলিউডে হাজির করণ জোহার, সঞ্জয় কন্যা সান্যায়ার হটলুকে বুঁদ নেটমহল
আরো এক স্টারকিড নিয়ে বলিউডে হাজির করণ জোহার, সঞ্জয় কন্যা সান্যায়ার হটলুকে বুঁদ নেটমহল
- FB
- TW
- Linkdin
বলিউডে এবার ডেবিউ করতে চলেছেন সান্যায়া কাপুর। করণ জোহারের হাতেই হবে অভিষেক।
সোশ্যাল মিডিয়ায় সেই খবর নিজই শেয়ার করেছেন সান্যায়া। স্টার কিড বলে কথা, ফলে করণের নজর তো থাকবেই।
আর প্রথা মেনেই সান্যায়াকে করণই নিয়ে আসছেন সিনে দুনিয়ায়। বলিউড স্টার সঞ্জয় কাপুর ও মাহিপের মেয়ে সান্যায়া।
অনন্যা-সুহানার সঙ্গেই বেড়ে ওঠা তাঁর। স্টার কিড মানেই ছোট থেকে সার্ভে লেন্সের আওতায়।
তাই সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা নেহাতই কম নয়। ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠেন সান্যায়া ডেবিউর আগেই।
মডেলিং-এর ভাষায় পার্ফেক্ট ফিগার, উন্মুক্ত ক্লিভেজ থেকে হট লুক। ঝড়ের বেগে ভাইরাল নয়া স্টারের পোস্ট।
সাহসী লুকে তিনি কতটা নজর কাড়তে পারেন ও কড়া টক্করের মুখে ফেলতে পারেন অভিনেত্রীদের তার ঝলকই এখন চোখে পড়ছে সান্যায়ার সোশ্যাল পেজে।
ধর্মপ্রডাকশনের হাত ধরেই সিনে দুনিয়ায় পা রাখছেন সান্যায়া। এখন অপেক্ষা শুধু অভিনয়ের কতটা বাজিমাত করতে পারেন স্টারকিড, তার উত্তরের।