- Home
- Entertainment
- Bollywood
- 'আমি ড্রাগস নিই না, বিষয়টি সমর্থনও করি না', দীপিকা-NCB ঘটনার পরই কি বেঁকে বসলেন করণ
'আমি ড্রাগস নিই না, বিষয়টি সমর্থনও করি না', দীপিকা-NCB ঘটনার পরই কি বেঁকে বসলেন করণ
বলিউডের চাকচিক্কো বাইরে থেকে যেমন লাগে, ভিতর থেকে ততটাই ভিন্ন এই ইন্ডাস্ট্রি। এই কথা কারও জানতে বাকি নেই। নিজেদের 'ইমেজ' থেকে শুরু করে নিজেদের সুপরিচিতি বজায় রাখতে বলিউড সেলেব্রিটিদের রয়েছে আলাদা এক টিম। যারা তারকাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে তাঁদের পাব্লিক অ্যাপিয়ারেন্সের দেখভাল করে। তবে মাঝে মধ্যে তারকাদের ভুল সিদ্ধান্তে তাঁদের নিজেদেরই ইমেজ নষ্ট হয়ে যায় নিমেষে। যা বছরখানেক আগে হয়েছি বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। জড়িয়ে পড়েছিলেন কয়েকজনের স্ত্রী এবং প্রেমিকারাও।
| Published : Sep 26 2020, 10:50 AM IST / Updated: Sep 26 2020, 03:15 PM IST
- FB
- TW
- Linkdin
সুশান্ত মামলা থেকে নজর ঘুরেছে এখন দীপিকা পাডুকোনের দিকে। এনসিবি জফতরে তাঁকে নিয়ে চলছে নানা জল্পনা। সময়ের দশ মিনিট আগেই এনসিবি দফতরে প্রবেশ করে সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছিলেন দীপিকা।
দীপিকার পরই একে একে সারা আলি খান, শ্রদ্ধা কাপুরকে দেখা গিয়েছে এনসিবি-তে। অদৌ কি মাদকচক্রে জড়িত এই অভিনেত্রীরা। তাঁদেরও কি রিয়া চক্রবর্তীর মত জেল হতে পারে।
এই নানা প্রশ্নের মাঝেই এনসিবি হেফাজতে নিয়েছিল করণ জোহারের ধর্মা প্রযোজনা সংস্থার কর্মী ক্ষীতিজ প্রসাদকে। যদিও করণ নিজের একটি অফিসিয়াল স্টেটমেন্টে জানান, ক্ষীতিজ তাঁর প্রযোজনা সংস্থার কর্মী নন।
এই নানা প্রশ্নের মাঝেই এনসিবি হেফাজতে নিয়েছিল করণ জোহারের ধর্মা প্রযোজনা সংস্থার কর্মী ক্ষীতিজ প্রসাদকে। যদিও করণ নিজের একটি অফিসিয়াল স্টেটমেন্টে জানান, ক্ষীতিজ তাঁর প্রযোজনা সংস্থার কর্মী নন।
তিনি এও বলেন, "আমি মাদক সেবন করি না। এবং মাদক সেবন করাকে মোটেই সমর্থন করি না। আমার বাড়িতে ২০১৯ সালে ২৮ জুলাই যে পার্টি হয়েছিল তাতেও কোনওভাবেই মাদক সেবন করা হয়নি।"
তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ ছাড়াই এমন অর্থহীন দোষারোপ করা হলে তিনি আইনি ব্যবস্থা নেবেন বলে জানান। তবে কি দীপিকা-এনসিবি মামলায় নিজেকে বাঁচিয়ে রাখছেন করণে।
প্রশ্ন উঠছে নেটদুনিয়ায়। করণ জোহারের হাউজ পার্টিতে সর্বদা নিমন্ত্রিত থাকেন বলিউডের প্রথম সারির অভিনেতা অভিনেত্রীরা। নতুন প্রজন্মের তারকাদের মধ্যে অনেকেই রয়েছেন করণের পছন্দের তালিকায়।
কয়েকজন স্টারকিড ছাড়া এই তালিকায় রয়েছেন, দীপিকা পাডুকোন, ভিকি কৌশল, রণবীর সিং সহ অনেকেই। গতবছর করণের বাড়িতে একটি পার্টির আয়োজন করা হয়।
করণের এই পার্টি থেকে একটি ভিডিও ভাইরাল হয়। যা করণ নিজেই আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে দীপিকা, রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, মালাইকা আরোরা খান সহ বাকিদের দেখে ড্রাগ নিয়েছিলেন বলেই মনে হয়েছিল নেটিজেনের।