বড়দিন শেষ হতেই চোখে মুখে ক্লান্তি Mom To Be করিনার, পার্টি করতে সাবধান করল ভক্তরা
First Published Dec 26, 2020, 4:13 PM IST
করিনা কাপুর খান পটৌডি পরিবারের বউমা, এক ছেলের মা, আরও এক সন্তান রয়েছে তাঁর গর্ভে। তবুও বেবো আজও সকলের সেই প্যামপারড বেবি গার্ল। কারণ তাঁর বয়স হলেও ব্যক্তিত্বে নেই কোনও পরিবর্তন। বরং তিনি সেই ছোট থেকে নিজের ক্যানডিড ব্যক্তিত্ব আজও ধরে রেখেছেন। কেউ তাঁকে বলে মিন অর্থাৎ রূঢ় স্বভাবের। তবুও বেবোর ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা মোটেই কম নয়। তাঁকে এবং তাঁর ফ্যাশনকে মন প্রাণ দিয়ে ভালবাসে ভক্তরা। সেই ফ্যাশন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন