- Home
- Entertainment
- Bollywood
- বড়দিন শেষ হতেই চোখে মুখে ক্লান্তি Mom To Be করিনার, পার্টি করতে সাবধান করল ভক্তরা
বড়দিন শেষ হতেই চোখে মুখে ক্লান্তি Mom To Be করিনার, পার্টি করতে সাবধান করল ভক্তরা
- FB
- TW
- Linkdin
এবার আর ফ্যাশন নয়, নিজের শারীরিক পরিবর্তনের জন্য শিরোনামে উঠে এলেন মম টু বি করিনা কাপুর খান।
ক্রিসমাস পার্টির পরই তাঁকে বেশ ক্লান্ত দেখাচ্ছে বলেই দাবি ভক্তদের। বড়দিন মানেই কাপুর পরিবারের সদস্যদের থাকে এলাহি আয়োজন।
কাপুর পরিবারে ক্রিসমাস পার্টি একরকম ঐতিহ্যের মত। রাজ কাপুরের আমল থেকেই চলে আসছে এই অনুষ্ঠান।
যেমনই পরিস্থিতি হোক না কেন, এই দিন সকলে এক জায়গায় মিলিত হয়। আনন্দের সহিত সময় কাটায় সকলে মিলে।
সেই পার্টির পরই করিনাকে রীতিমত ক্লান্ত দেখাচ্ছে। বড়দিনের পরের সকালেই তাঁকে একটি ম্যাক্সি ড্রেসে দেখা গিয়েছে।
সাধারণ পোশাক, ফ্ল্যাট চটি, মুখে মাস্ক। মাস্কে মুখ অনেকখানি ঢাকা থাকলেও করিনার চোখদু'টি বেশ ক্লান্ত দেখাচ্ছিল।
ভরা মাসে তাঁকে সকলের সঙ্গে পার্টি না করার অনুরোধ করে বসছে ভক্তরা। এই সময় তাঁকে নিজের এভং সন্তানের খেয়াল রাখতে হবে।
করিনার জন্য তাঁর পরিবারের মতই অনুরাগীরাও বেশ চিন্তিত। করোনা আবহে একাধিক মানুষের সঙ্গে এমন পার্টি না করারই উপদেশ দিচ্ছে শুভাকাঙ্খীরা।