- Home
- Entertainment
- Bollywood
- বেবি বাম্প ফ্লন্ট করতেই গ্ল্যামার চুঁইয়ে পড়ছে করিনার, বেবোর Hot মম টু বি হওয়ার রহস্য কী
বেবি বাম্প ফ্লন্ট করতেই গ্ল্যামার চুঁইয়ে পড়ছে করিনার, বেবোর Hot মম টু বি হওয়ার রহস্য কী
- FB
- TW
- Linkdin
সেই ফ্যাশনের সাতকাহন নিয়ে নানা জায়গায় ফ্যাশানেবল মাম্মির তকমা পেয়েছেন আগেই।
সম্প্রতি তাঁকে দেখা গেল সাদা রঙের কুর্তায়। গর্ভবতী মানেই কমবেশি সকল মহিলাদেরই খানিক ওজন বেড়ে যায়।
অতিরিক্ত মেদ দেখা দিতে শুরু করে শরীরে নানা জায়গায়। তেমনই করিনার শরীরেও সাধারণভাবে মেদ দেখা দিয়েছে।
তবুও করিনার মত সেক্সিয়েস্ট মম টু বি বোধহয় বলিউডে আর কেউ নেই। কীভাবে তিনি এমন সেক্সি হয়ে উঠছেন ক্রমশ।
সাদা কুর্তায় রূপ যেন ঠিকরে পড়ছে তাঁর। গ্ল্যামার চুঁইয়ে পড়ছেত করিনার হাসি থেকেও।
একমাত্র বেবোর পক্ষেই সম্ভব সর্বদা নিজের গ্ল্যামার মেনটেন করা। গর্ভাবস্থায় সাধারণত চেহারার অনেকেই খেয়াল রাখতে পারে না।
তবে করিনা একেবারেই সেই তালিকায় পড়েন না। বরং নিজের খেয়াল ভালই রাখতে শিখেছেন তিনি।
এই পোশাকের সঙ্গে হালকা মেকআপেই মাত দিয়েছেন তিনি। মা হলে যে জ্বেল্লা মায়েদের মধ্যে দেখা যায়, সেই গ্ল্যামারাস অবতারেই ধরা দিয়েছেন করিনা।
এক সন্তানের মা, আরও এক সন্তানের মা হতে চলেছেন। বয়স যে চল্লিশে গিয়ে ঠেকেছে তা অবশ্যই তাঁকে দেখে বোঝা যায় না। তবে কি এই গ্ল্যামারের রহস্য কাপুর পরিবারের রক্ত নাকি করিনার পছন্দের ওয়ার্ক আউট পিলাটেস। প্রশ্ন ভক্তদের।