সইফের সঙ্গে প্রথম আলাপের মুহূর্তটা ঠিক কেমন, দ্বিতীয় সন্তান আসার আগেই পর্দাফাঁস করিনার
First Published Dec 19, 2020, 11:52 AM IST
বয়সে ১০ বছরের বড়, পাঁচ বছরের প্রেম, আট বছরের দাম্পত্য জীবন সবমিলিয়ে বলিউডের অন্যতম ব়োম্যান্টিক জুটি সইফিনা। দুই সন্তানের বাবা, ধর্ম, বয়স কোনওকিছুই বাধা হয়ে দাড়ায়নি সইফ-করিনার প্রেমের সামনে। সম্প্রতি সইফ আলি খানকে নিয়ে বলিউডের বেবো নিজের জীবনের এক ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেছেন। সইফের সঙ্গে প্রথম আলাপের মুহূর্তটা ঠিক কেমন ছিল , দ্বিতীয় সন্তান আসার আগেই বড়সড় পর্দাফাঁস করলেন করিনা কাপুর খান।

বয়স মাত্র ২০। প্রেম থেকে বিবাহের সম্পর্কে এত ছোট বয়সে বোধহয় প্রথম পা দিয়েছিলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। তারপর ২সন্তানের বাবা হয়েও সেই পুরোনা সম্পর্ক টেকাতে পারেননি নবাব পুত্র। ১৩ বছর একসঙ্গে থাকার পরও বিবাহবিচ্ছেদ হয়েছিল সইফ-অমৃতার। তারপরেই সইফের জীবনে আসে বলিউড অভিনেত্রী করিনা কাপুর।

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা । ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনায় থাকেন করিনা। সইফ আলি খানের সঙ্গে তার সম্পর্ক ফের লাইমলাইটে উঠে এসেছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন