- Home
- Entertainment
- Bollywood
- লিভ-ইন থেকে খুল্লামখুল্লা সঙ্গম উপভোগ করলেও আজও আফসোস হয় করিনার, কারণ জানলে চমকে যাবেন
লিভ-ইন থেকে খুল্লামখুল্লা সঙ্গম উপভোগ করলেও আজও আফসোস হয় করিনার, কারণ জানলে চমকে যাবেন
- FB
- TW
- Linkdin
৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খান সদ্যই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন। তবে বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন করিনা। বর্তমানে ২ ছেলেকে নিয়ে সুখের সংসার সইফিনারা।
দীর্ঘদিনের প্রেম পরিণতি পায় ২০১২ সালে। তারপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করছেন নবাব কাপল করিনা-সইফ। প্রেমপর্ব চলাকালীন লিভ-ইনে যেতে চেয়েছিলেন সইফ। অবশেষে বিয়ের আগে লিভ-ইন করেছিলেন সইফিনা। তারপরই বিয়ের সিদ্ধান্ত নেন সইফ-করিনা।
নিজের মতোন করেই লিভ-ইনে থাকার জন্য বেবোর মায়ের কাছে অনুমতি চেয়েছিলেন সইফ আলি খান। এবং বিয়ের ব্যাপারেও এভাবেই কাপুর পরিবারের মন জিতে নিয়েছিলেন সইফ আলি খান।
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, যিনি কিনা মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক ছিলেন। ৬০ এর দশকে শর্মিলা ঠাকুরের সঙ্গে তার প্রেমকাহিনি এক আলোচিত বিষয়।
সেই সময় ঠাকুর পরিবারের মেয়ে হয়েও মুসলিম সম্প্রদায়ের নবাবের সঙ্গে প্রেম। ভিন্ন ধর্মাবলম্বীর কারণেই অনেক সমস্যার মুখোমুখি পড়তে হয়েছিল দুজনকেই।
করিনা জানিয়েছিলেন, তিনি খুবই দয়ালু ও বড় মনের মানুষ ছিলেন। তার সঙ্গে আরও অনেক বেশি সময় কাটাতে চেয়েছিলাম। যা পারিনি। এটাই আফসোস।
প্রয়াত শ্বশুর মনসুর আলি খান পতৌদিকে নিয়ে আজও আফসোস তাড়িয়ে বেড়ায় করিনাকে।
২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেছিলেন সইফ আলি খান। একটি সাক্ষাৎকারে শ্বশুর মনসুর আলি খানকে নিয়ে তার শেষ স্মৃতি সম্পর্কে বলেছিলেন করিনা।