- Home
- Entertainment
- Bollywood
- হানিমুনের রাতেই টাকার বিনিময় নিলামে উঠেছিলেন করিশ্মা, এক পলকে পাল্টে ছিল জীবনের সব রঙ
হানিমুনের রাতেই টাকার বিনিময় নিলামে উঠেছিলেন করিশ্মা, এক পলকে পাল্টে ছিল জীবনের সব রঙ
- FB
- TW
- Linkdin
করিশ্মা কাপুরের বৈবাহিক জীবনে যে প্রচুর ঝড় বয়ে গিয়েছে তা হয়তো অনেকেরই জানা। স্বামী থেকে শুরু করে পরিবারের সকলেই তাঁকে কোনও দিনই সন্মান কিংবা স্বাচ্ছন্দ দিতে পারেনি।
বিভিন্ন সময় করিশ্মা কাপুর এই নিয়ে কথা বলেছেন। কিন্তু এবার যা বললেন তা মুহূর্তে খবরের শিরোনামে উঠে এসেছে। ২০০৩ সালে সঞ্জয় কাপুরকে বিয়ে করেছিলেন করিশ্মা।
কেমন ছিল তাঁদের সম্পর্কের সমীকরণ! স্পষ্ট করতে করিশ্মা কাপুর জানান, তিনি মধুচন্দ্রিমাতেই বুঝতে পেরেছিলেন এই সম্পর্কের পরিণতী কী হতে চলেছে।
বন্ধুদের সঙ্গেই সঞ্জয় কাপুর গিয়ে ছিলেন মধুচন্দ্রিমাতে। সেখান গিয়ে অদ্ভুত পরিস্থিতির সন্মুখীন হতে হয় করিশ্মাকে।
মধুচন্দ্রিমার সময় এক রাতের জন্য করিশ্মা কাপুরকে নিলামে তুলেছিলেন তাঁর স্বামী। রীতিমত চলেছিল দর কষাকষি।
সম্পুর্ণ বিষয়টিতেই ছিল করিশ্মা কাপুরের ঘোর আপত্তি। প্রতিবাদও করেছিলেন তিনি। তাতে বেড়ে যায় বচসা। শুরু হয় অশান্তি।
এদিন এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলেই করিশ্মা কাপুর বলেন, সেই সময় তিনি অপ্রস্তুতে পড়ে যান। তিনি তৈরি ছিলেন না এমন পরিস্থিতির জন্য। কিন্তু তাঁর স্বামী তাঁকে বাধ্য করে অন্যের সঙ্গে রাত কাটাতে।
এখানেই শেষ নয়। পাশাপাশি সঞ্জয় কাপুর তাঁর দাদাকে বলে রেখেছিলেন করিশ্মা কাপুরকে চোখে চোখে রাখতে। শুধুই অসন্মান নয়, রীতিমত গায়ে হাত তোলা হত করিশ্মা কাপুরের ওপর।
সেই দিনগুলোর কথা আজও ভোলেননি করিশ্মা কাপুর। তাঁর জীবনের ভুল পদক্ষেপ ছিল এই সম্পর্কে যাওয়া। কিন্তু তিনি চেষ্টা করেছিলেন সব স্বাভাবিক করার।
অবশেষে এই সম্পর্ক থেকে বেড়িয়ে আসতে বাধ্য হন তিনি। ২০১৬ সালে সঞ্জয় কাপুরকে ডিভোর্স দিয়েছিলেন অভিনেত্রী।