- Home
- Entertainment
- Bollywood
- অন্ধ প্রেম নয়, তবে বিয়েতে বিশ্বাস করেন ক্যাট, ভক্তের প্রশ্নে সাফ জানালেন নিজের মতামত
অন্ধ প্রেম নয়, তবে বিয়েতে বিশ্বাস করেন ক্যাট, ভক্তের প্রশ্নে সাফ জানালেন নিজের মতামত
- FB
- TW
- Linkdin
একসময় রণবীর কাপুরের সঙ্গে প্রায় বিয়ের পিঁড়িতে উঠে গিয়েছিলেন ক্যাটরিনা কাইফ। বলিউডে তখন উঠেছিল নতুন জল্পনা, মন ভেঙেছে সলমন খানের।
কিন্তু সেই সম্পর্ক সাত বছরের গণ্ডি পার করলেও, বিয়ে পর্যন্ত গড়ায়নি। আবারও ক্যাটরিনার সঙ্গে নাম জড়িয়ে গিয়েছিল সলমন খানের। কিন্তু সেখানেও ইতি নয়। শুরু হল নতুন অভিনেতাকে ঘিরে জল্পনা।
ভিকি কৌশলের সঙ্গে ডেট করছেন ক্যাটরিনা। প্রকাশ্যে তাঁদের একাধকবার দেখা গেলেও, কখনই তা নিয়ে মুখ খোলেননি এই জুটি। বিয়ের প্রস্তাব মিলেছিল ভিকির থেকে।
সলমন খানের সামনে দাঁড়িয়ে ক্যাটরিনা জানিয়ে দিয়েছিলেন, তাঁর সাহস হবে না। তবে কী ক্যাটরিনা বিয়ের সিদ্ধান্ত থেকে সরিয় নিলেন নিজেকে! এক চ্যাট শো-তে খোলসা হল সবটা।
আরবাজ খানের শো-তে এসে সকলকেই সোশ্যাল মিডিয়ার কিছু কমেন্ট পড়তে হয় ও তার উত্তর দিতে হয়। এই সময় ক্যাটরিনা বেছে নিয়েছিলেন এক ভক্তের কমেন্ট।
সেখানে লেখাছিল, তিনি ক্যাটরিনাকে বিয়ে করতে চান, ক্যাটরিনাকে না পেলে তিনি মারা যাবেন। ক্যাটরিনা এটি পড়ে বলেন, এখনও যে এমন কোনও মানুষ আছেন, যাঁরা এভাবে ভালোবাসতে পারেন তা ভেবেও তিনি অবাক হল।
বাস্তবটা অনেকটাই আলাদা, সেখানে ভারসাম্য বজায় রাখতে জানতে হবে। ক্যাটরিনা বিয়েতে বিশ্বাস করেন। বিয়ে, সন্তান, সবই হবে, কিন্তু কবে কখন কীভাবে, তা কারুর জানা নেই, তাই পরিস্থিতির জন্য তৈরি থাকাটা প্রয়োজন।
এখানেই শেষ নয়, ক্যাটরিনা এদিন নিজের বিয়ে নিয়ে সেভাবে কিছু না বললেও, আকার ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি বিয়ে করবেন, তবে পাত্রকে নিয়ে খোলাখুলি কোনও মন্তব্যকে এড়িয় যান ক্যাট।