উন্মুক্ত ক্লিভেজের ভাঁজে রবীন্দ্রনাথের গানের লাইন, ট্যাটু বিতর্কে কিয়ারা
বিতর্ক যেন থামছেই না। একের পর এক বিতর্ক ক্রমশ বেড়েই চলেছে। মাত্র কয়েকদিন আগে বসন্ত উৎসবে আবির মাখা পিঠে রবীন্দ্রনাাথের গান বিকৃত করার অভিযোগ উঠেছিল কিছু ছাত্র-ছাত্রীর বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে রীতিমতো তোলপাড় হয়েছিল। এবার সেই রবীন্দ্রনাথের গানের লাইন ট্যাটু করতে দেখা গেল বলি অভিনেত্রী কিয়ারাকে। উন্মুক্ত বক্ষের উপরেই 'একলা চলো রে' ট্যাটু ঘিরেই সমালোচকদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী। দেখে নিন কিয়ারার ট্যাটুর নজরকাড়া ছবিগুলি।
111

বলিউডে প্রথম সারির অভিনেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই সমানে সমানে টক্কর চালাচ্ছেন কিয়ারা আদবানি।
211
নিজের অভিনয় দক্ষতা, স্টাইল স্টেটমেন্ট দিয়ে তিনি নেটিজেনদের মন জয় করে নিয়েছেন।
311
কিছুদিন আগেও ডাব্বু রত্নানির ফোটোশ্যুটে বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী।
411
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানেউন্মুক্ত ক্লিভেজে বুঁদ হয়েছে গোট নেটদুনিয়া।
511
কিন্তু ছবি ভাইরাল হলেও বিতর্কে নাম জড়িয়েছে অভিনেত্রী। রবীন্দ্রনাথের গানের লাইন 'একলা চলো রে' ট্যাটু ঘিরেই সমালোচকদের কটাক্ষের শিকার হয়েছেন অভিনেত্রী।
611
তার আপকামিম সিরিজ ' গিলটি' আসতে চলেছে নেটফ্লিক্সে। এই ওয়েব সিরিজের জন্যই এই লুকে দেখা গিয়েছে অভিনেত্রীকে।
711
ওয়েব সিরিজটিতে কিয়ারাকে একটি মিউজিক ব্যান্ডের সদস্য হিসেবে দেখা যাবে।
811
আপাতত এই ট্যাটুকে কেন্দ্র করেই সরগরম হয়ে রয়েছে নেটদুনিয়া। 'একলা চলো রে' ট্যাটুকে ঘিরেই আলোচনা শীর্ষে রয়েছেন অভিনেত্রী।
911
যদি নিজের ইচ্ছায় নয়, বরং চরিত্রের প্রয়োজনেই এই ট্যাটুটি ব্যবহার করেছেন অভিনেত্রী।
1011
মুহূর্তের মধ্যে তার এই হট লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তার এই ছবি দেখে ইতিমধ্যেই ঘুম উড়েছে পুরুষদের।
1111
আপতত বেশ কয়েকটি ছবি রয়েছে কিয়ারার হাতে। শুধু তাই নয় বিগ বাজেটের ছবির অন্যতম মুখ হতে চলেছেন অভিনেত্রী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।
Latest Videos