- Home
- Entertainment
- Bollywood
- অক্ষয় থেকে সইফ,টাইগার, এই দশ তারকার ভাগ্য ফিরিয়েছে একটাই মন্ত্র, রহস্য ফাঁস
অক্ষয় থেকে সইফ,টাইগার, এই দশ তারকার ভাগ্য ফিরিয়েছে একটাই মন্ত্র, রহস্য ফাঁস
- FB
- TW
- Linkdin
সকলেরই মধ্যে একটাই মিল, কেরিয়ারে সাফল্যের জন্য নানা কারণে তাঁরা বদলে ফেলেছিলেন নিজেদের নাম। অক্ষয় কুমারের নাম ছিল রাজিব হারিয়োম ভাটিয়া।
অজয় দেবগণের বলিউডে পা রাখার আগে নাম ছিল বিশাল দেবগণ। যা তিনি পরবর্তীতে পাল্টে ফেলেন। কারণ তিনি মনে করেছিলেন তাঁর নামটা খুব কমন।
টাইগার শ্রফ, তিনিও হেঁটে ছিলেন তাঁর বাবার পথেই। জ্যাকি শ্রফ বদলেছিলেন নিজের নাম। টাইগারের নাম ছিল হেমন্ত শ্রফ। ছোটবেলার তাঁর কামড়ানোর স্বভাবের জন্যই এই নাম রাখা।
সইফ আলি খান, তাঁর নাম ছিল সাজিদ আলি খান। সেখান থেকেই নাম পাল্টে রাখা হয়েছিল সইফ।
আয়ুষ্মানের নাম একবার না, দুবার প্লাটানো হয়ে, কুষ্টি মিলিয়ে সাফল্যের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিল পরিবার। তাঁর আগের নাম ছিল নিশান্ত খুরানা।
ববি দেওয়লের নাম আগে ছিল বিজয় সিং দেওয়ল, সানি দেওয়ালের আগের নাম ছিল অজয় সিং দেওয়ল।
চাঙ্কি পান্ডের বলিউডে ডেবিউ করার পরই তাঁর নাম পাল্টানো হয়। নাম ছিল অভিনেতার সুরেশ সারদা পান্ডে।
জনি লিভারের নাম ছিল বেজায় বড়। তাঁর আগের নাম ছিল জন প্রকাশ রাও ঝানুওয়ালা।
মিঠুন চক্রবর্তী, যাঁর আগের নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী। ছবির জগতে পা রেখে তা পাল্টে ফেলা হয়।
জ্যাকি শ্রফের আগের নাম ছিল জয় কৃষ্ণ কাকুভাই শ্রফ। যা খুব পুরোনো দিনের বলে মনে করতেন অভিনেতা।