শাহরুখ-কাজলের ছেলে কৃষ আবারও বলিউডে, ব্রহ্মাস্ত্র ছবি দিয়েই হবে কামব্যাক
- FB
- TW
- Linkdin
কাভি খুশি কাভি গম ছবিতে এক কথায় বলতে গেলে প্রতিটা চরিত্রই ছিল সুপার হিট। সেই বিশাল স্টার কাস্টের মাঝেই ছিল এক খুদে তারকা।
নাম জিব্রান। রাহুল ও অঞ্জলি অর্থাৎ শাহরুখ ও কাজলের ছেলের পাঠে অভিনয় করেছিল জিব্রান।
তারপর থেকে তাকে সেভাবে পায়নি বলিউড। সেই স্টারই এখন বেজায় বড়। রবিবার ২৭ বছরের জন্মদিন পালন করলেন ধুম ধামে।
ছোট বয়সের কিউট ফেস এখন পরিণত হয়েছে বোল্ড লুকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা ১ লক্ষেরর বেশি।
এদিন একের পর এক শুভেচ্ছা বার্তাতে ভরতে থাকে সোশ্যাল মিডিয়ার পাতা। সেখানে তিনি দিনেই জন্মদিনে ছবি শেয়ার করে পোস্ট করেন শুভেচ্ছা বার্তা।
প্রিয়ঙ্কা চোপড়াও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনে। তবে বলিউড থেকে সরে যাওয়া নয়।
বলিউডে আবারও ফিরছে জিব্রান। তিনি অ্যাসিস্ট করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট খ্যাত সিনেমা ব্রহ্মাস্ত্রতে। এ ছাড়াও একাধিক ছবিতে চলছে অডিস্যান।