- Home
- Entertainment
- Bollywood
- Diagnosed with Diabetes- বলিউড স্টার থেকে নেতামন্ত্রী, ডায়াবেটিসে নাজেহাল যে ৯ ব্যক্তিত্ব
Diagnosed with Diabetes- বলিউড স্টার থেকে নেতামন্ত্রী, ডায়াবেটিসে নাজেহাল যে ৯ ব্যক্তিত্ব
- FB
- TW
- Linkdin
কামাল হাসান- জনপ্রিয় এই অভিনেতা আক্রান্ত ডায়াবেটিসে। টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত কামাল হাসান। প্রতিদিন যোগা করা থেকে শুরু করে ডায়েটে নজর দিয়েই সুস্থ রয়েছেন তিনি।
সোনাম কাপুর- স্বাস্থ্য নিয়ে বরাবরই খুব সচেতন সোনাম। কিন্তু মাত্র ১৭ বছর বয়সেই সোনাম আক্রান্ত হয়েছেন ডায়াবেটিসে। টাইপ ১ ডায়য়াবেটিসের রোগী সোনাম এখন কড়া ডায়েটেই রয়েছেন নিয়ন্ত্রণে।
নিক জোনাস- প্রিয়ঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাসও লড়াই করছেন ডায়াবেটিসের সঙ্গে। মাত্র ১৩ বছর বয়সেই আক্রান্ত। নিত্য ইনসুলিন নিতে হয় তাঁকে।
অরবিন্দ কেজরিওয়াল- দিনে তিন থেকে চারটে ইনসুলিন নিতে হত, কঠিল লড়াই চালিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের সঙ্গে। প্রতি ১৫ দিনে একবার তিনি খাওয়া বন্ধ রাখেন।
ফাওয়াদ খান- জনপ্রিয় এই সেলেব্রিটি দেখতে ফিট থেকে ফাইন হলেও ডায়াবেটিস তাঁকে বাগে নিয়েছে মাত্র ১৭ বছর বয়সেই। যার ফলে তাঁকেও থাকতে হয় বেশ সাবধানে।
সুধা চন্দ্রা- টিভির জগতে ও সিনে দুনিয়ায় এক জনপ্রিয় নাম। অনবদ্য অভিনয়ে বারে বারে তিনি নজর কেড়েছেন। তিনিও ডায়াবেটিসের সঙ্গে লড়াই করে চলেছেন প্রতিটা মুহূর্তে।
অনীল কুম্বলে- ভারতের প্রাক্তন ক্রিকেটর। ১৮ বছর থেকেই ভারতের বুকে এই নাম নিজের জায়গা দখল করে নিয়েছে। তিনি টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত।
নীতিন ঘটকরি- টাইপ ২ ডায়াবেটিসের সঙ্গে লড়াই করছেন নীতিন ঘটকরি। গ্যাসস্টিকের সমস্যার জন্য সার্জারি করাতে বেশ বেগ পেতে হয় তাঁকে, কেবল মাত্র ডায়াবেটিস থাকার কারণে।
অরবিন্দ কেজরিওয়াল- দিনে তিন থেকে চারটে ইনসুলিন নিতে হত, কঠিল লড়াই চালিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ডায়াবেটিসের সঙ্গে। প্রতি ১৫ দিনে একবার তিনি খাওয়া বন্ধ রাখেন।