- Home
- Entertainment
- Bollywood
- ছোটবেলায় বাবা ২৬ শে মা, মৃত্যুশয্যায় মাকে কী বলে আটকে রাখতে চেয়েছিলেন কিং খান
ছোটবেলায় বাবা ২৬ শে মা, মৃত্যুশয্যায় মাকে কী বলে আটকে রাখতে চেয়েছিলেন কিং খান
| Published : Mar 26 2020, 09:15 AM IST / Updated: Mar 26 2020, 09:17 AM IST
ছোটবেলায় বাবা ২৬ শে মা, মৃত্যুশয্যায় মাকে কী বলে আটকে রাখতে চেয়েছিলেন কিং খান
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
বর্তমানে বলিউডের বাদশা কিং খান। তবে কেরিয়ারেরর শুকুটা মোটেই এভাবে ছিল না। হাজার ঝড় সহ্য করার পরই নিজের জায়গা তৈরি করেছিলেন কিং খান।
210
পর্দায় পা রাখার আগে থেকে কেরিয়ারের প্রথম জীবন, একাধিক প্রতিকূলতার সামনে দাঁড়াতে হয় তাঁকে।
310
ছোটবেলাতেই শাহরুখ খান বাবাকে হারিয়ে ছিলেন। পরিবারের ভার এসে পড়েছিল কাঁধে। মাকে তখন থেকেই আরও আঁখরে ধরে বেঁচে ছিলেন কিং খান।
410
তিনি প্রথম থেকেই মনে করতেন, যে মানুষের কাজ অসম্পূর্ণ থেকে যায় তিনি বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করেন।
510
যাঁর কাজ শেষ তিনি নিশ্চিন্তে মৃত্যুকে স্বীকার করে নেন। এমন ধারনা থেকেই মাকে আটকে রাখতে চেয়েছিলেন কিং খান।
610
তখন কিং খানের বয়স মাত্র ২৬ বছর। মৃত্যুর সঙ্গে লড়ে চলেছেন তাঁর মা। তখন কিং খান শেষ চেষ্টা করেছিলেন তাঁর আবেগ দিয়ে।
710
মাকে গিয়ে সাফ জানিয়ে দিয়োছিলেন তিনি তাঁর জীবন শেষ করে দেবেন। দিদিকে দেখবেন না, আর মদ্যপান করা শুরু করে দেবেন।
810
তাঁর ধারনা ছিল, এমনটা বলার পর হয়তো মায়ের মনে ভয় হবে, এবং তিনি প্রাণ পন সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন না।
910
কিন্তু তেমনটা কিছুই হয়নি। যদিও মাকে বলা কথা রাখেননি কিং খান। বদলেছেন ভাগ্য, পালন করেছেন দায়িত্ব।
1010
কিং খানের মা-বাবার আর ছেলের সুপারস্টার হয়ে ওঠা দেখা হয়নি। কিন্তু পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করেই ঘুরে দাঁড়ায়ে ছিলেন কিং খান।