বলিউডে করোনার দাপট, এবার তড়িঘড়ি সিল করা হল লতা মঙ্গেশকরের বাড়ি
- FB
- TW
- Linkdin
বলিউডে একাধিক তারকা ইতিমধ্যেই করোনাতে আক্রান্ত হয়েছেন। রেহাই পাননি খোদ অমিতাভ বচ্চনও। সেই খবর রীতিমত ভাবিয়ে তুলেছিল ভক্তমহলকে।
বর্তমানে ক্রমেই মহারাষ্ট্রের পরিস্থিতি খারাপ হয়ে উঠছে। বেড়েই চলেছে সংক্রমণের সংখ্যা। এই পরিস্থিতিতে প্রবীণদের সামলে রাখাটাই শ্রেয়।
তাই এবার বিএমসি-র পক্ষ থেকে সিল করে দেওয়া হল লতা মঙ্গেশ করের বাড়ি। প্রবীণ এই সুরসম্রাজ্ঞী গতবছরই ভর্তি হয়েছিলেন হাসপাতালে।
তাঁর স্বাস্থ্যের অবস্থ অবনতী ঘটায় উদ্বেগ বাড়িয়েছিল ভক্তমহলে। কিন্তু সেই বিপদ কাটিয়ে তিনি বাড়ি ফিরেছিলেন।
তবে এবার চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। তাই আগে ভাগে সংক্রমণ রুখতে সিল করে দেওয়া হল লতা মঙ্গেশকরের বাড়ি।
পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, এতে চিন্তার কোনও কারণই নেই। পরিবারের সকলের স্বাস্থ্য ভালোই আছে। তবে চিন্তা বাড়াচ্ছে পরিস্থিতি।
কারণ লতা মঙ্গেশকরের পরিবারের অধিকাংশ সদস্যরাই প্রবীণ। তাই তাঁদের সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হল বিএমসির পক্ষ থেকে।
কোনও গুজ যেন না ছড়ানো হয়, পরিবারের পক্ষ থেকে এমনটাই অনুরোধ করা হয়েছে সকল ভক্তদের উদ্দেশ্যে।