বিকিনি ক্ল্যাড 'মমি' লিসা, দুই ছেলের সঙ্গে সমুদ্রসৈকতে বলিউড অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
এবার ব্যক্তিগত জীবনেও নিজেকে সেরা প্রমাণ করলেন লিসা। দুই ছেলের সঙ্গে সমুদ্রসৈকতে ছবি পোস্ট করলেন অভিনেত্রী।
মা হওয়ার পর যে জীবন থেকে আনন্দ, মজা, নিজেকে নিয়ে ভাবা বা ভালবাসা থেমে যায় না, তা ছবির মাধ্যমে প্রকাশ করলেন লিসা।
মা হওয়ার পর যে জীবন থেকে আনন্দ, মজা, নিজেকে নিয়ে ভাবা বা ভালবাসা থেমে যায় না, তা ছবির মাধ্যমে প্রকাশ করলেন লিসা।
ভোর ৬টায় উঠে দুই ছেলেকে নিয়ে পৌঁছে গিয়েছিলেন তিনি। জ্যাক সমুদ্র সৈকতে ফেলে ছড়িয়ে খেলতে পারলেও লিও এখন বেশ ছোট।
মায়ের কোলেই সমুদ্রের মজা নিচ্ছে সে। এছাড়াও সার্ফিংয়ের বহু ছবি ও ভিডিও শেয়ার করেছেন লিসা।
লিসার ইনস্টাগ্রাম অ্যালবাম জুড়ে কেবল ছেলেদেরই ছবি। তাঁদের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তুলে ধরেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
এই বছরের শুরু দিকে ফের মা হয়েছেন লিসা হেইডেন। ছোট ছেলের নাম দিয়েছেন লিও।
নিজের দ্বিতীয় প্রেগনেন্সির বিভিন্ন ছবি পোস্ট করেছিলেন লিসা। যেখানে তাঁর বেবি বাম্পের অ্যালবামও শেয়ার করেছেন তিনি।