- Home
- Entertainment
- Bollywood
- ফের বনশালি-র ছবি 'গাঙ্গুবাই' নাম ঘিরে বিতর্ক, 'পাবলিসিটির পুরনো কৌশল' দাবী একাংশের
ফের বনশালি-র ছবি 'গাঙ্গুবাই' নাম ঘিরে বিতর্ক, 'পাবলিসিটির পুরনো কৌশল' দাবী একাংশের
- FB
- TW
- Linkdin
গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি (Gangubai Kathiawadi) এই ছবির নামকরণ নিয়ে ইতিমধ্য়েই কংগ্রেস বিধায়ক আমিন প্যাটেল ক্ষোভ প্রকাশ করেছেন।
আমিন প্যাটেল সঞ্জয় লীলা বনশালির এই ছবি গাঙ্গুবাই কাঠিয়াওয়ালী নাম বদলের দাবি করেছেন।
তিনি জানিয়েছেন, 'যে এই সিনেমার ফলে কাঠিয়াবাদী শহরের নাম কলুষিত হবে'।
দক্ষিণ মুম্বই-এর মুম্বাদেবীর বিধায়ক আমিন প্যাটেল রাজ্যসভায় জানিয়েছেন, '১৯৫০ সালের সময় এর মত এই সময় নয়। সেই সময় মহিলারা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন।'
এই সিনেমার নাম কাঠিয়াবার শহরের জন্য অসম্মানজনক। তাই অবিলম্বে এই সিনেমার নাম পরিবর্তন করা উচিত বলে দাবী বিধায়ক আমিন প্যাটেল-এর।
আলিয়া ভাট অভিনীত ছবি 'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' ৩০ জুলাই সারা দেশে মুক্তি পাবে।
'গাঙ্গুবাই কাঠিয়াওয়ারি' গল্পটি কামাতিপুরার এক পতিতালয়ের মহিলা গাঙ্গুবাই কোঠোয়ালি-এর জীবন অবলম্বনে নির্মিত।
হুসেন জায়েদির বই 'মাফিয়া কুইন্স অফ মুম্বাই'-এর একটি অধ্যায় নিয়ে ছবিটি করা হয়েছে।
সঞ্জয় লীলা বনশালির ছবি মানেই বিতর্ক। বি-টাউনের একাংশের দাবী এটাই পরিচালকের ছবির প্রমোশন্যাল স্ট্রাটিজি।
পদ্মাবত থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রেই এই স্ট্রাটিজি নিয়েই বক্স-অফিস হিট হয় পরিচালকের ছবি , যা এই সিনেমার ক্ষেত্রেও কাজে লাগাচ্ছেন তিনি।