- Home
- Entertainment
- Bollywood
- এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন, বি-টাউনে জল্পনা তুঙ্গে, শুরু শপিং
এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা-অর্জুন, বি-টাউনে জল্পনা তুঙ্গে, শুরু শপিং
- FB
- TW
- Linkdin
আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন সম্পর্কের খবর ছড়িয়ে পড়তে খুব একটা বেশি সময় লাগেনি। একে অন্যের প্রেমে যে হাবুডুবু খাচ্ছে মালাইকা ও অর্জুন তা ছিল স্পষ্ট।
তবে এই সম্পর্ক যে মাসে মাসে পরিণত হতে থাকবে ও এভাবে বেড়ে ওঠে সকলের সামনেই তা হয়তো তাঁরা নিজেরাও জানতেন না।
এই দুই সেলেবের লাভ লাইনের সমস্ত খবরই রেখে থাকে ভয়ক্ত মহল। তবে বিয়ের খবর বাদ যাবে কেন! বিয়ের মরশুমে একের পর এক সেলেবের গলায় উঠছে মালা।
করোনার কোপে পিছিয়েছে ২০২০ সালে বেশ কয়েকটি বিয়ে। তবে সেই সব তালিকাতেই টিক পড়তে চলেছে চলতি বছরে।
তবে সেই তালিকাতে যে মালাইকা বা অর্জুনও নাম লেখাতে চলেছে তা হয়তো অনেকেই আঁচ করতে পারেনি। বলিউড মারফৎ এটাই খবর বিয়ে করতে চলেছেন মালাইকা।
যদিও অর্জুন কাপুর ও মালাইকার তরফ থেকে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কিন্তু বিটাউনে শুরু জল্পনা।
সামনের গ্রীষ্মেই হতে পারে চার হাত এক। ভেতর ভেতর নাকি শুরু হয়েছে তার প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েকটা মাস।
তবে রাজকীয় বিয়ের আসর নয়। পরিবার ও কাছের কয়েকজন বন্ধুদের নিয়েই বসবে বিয়ের আসর। ঘরোয়া ভাবেই বিয়ে সম্পন্ন হবে মালাইকা ও অর্জুনে। সবটাই যদিও এখনও ধোঁয়াশা।
খবর ছড়িয়ে পড়লেও অন্ধকারেই থাকতে হচ্ছে ভক্তমহলকে, যতক্ষণ না সেলেব মহল থেকে কোনও পাকা খবর আসছে প্রকাশ্যে।
বর্তমানে তাঁরা নাকি ব্যস্ত গোপনে প্রস্তুতি নিতে ও শপিং করতে, এমন জল্পনাতেই এখন বুঁদ নেটদনিয়া।