- Home
- Entertainment
- Bollywood
- নিতম্বের একাংশই খোলা,নেটের মনোকিনি ড্রেসে বক্ষযুগল উন্মুক্ত করে যৌন আবেদন মাল্লা-র
নিতম্বের একাংশই খোলা,নেটের মনোকিনি ড্রেসে বক্ষযুগল উন্মুক্ত করে যৌন আবেদন মাল্লা-র
ফ্যাশন স্টেটমেন্টে সুপারহট তকমা রয়েছে মালাইকা আরোরার। বয়স যত বাড়ছে ততই যেন সেক্সি হচ্ছেন মালাইকা। হট পোশাকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মাল্লার চেয়ে আর ভাল কেউ জানেন না। সম্প্রতি ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে গিয়েছিলেন মালাইকা আরোরা (Malaika Arora) । যেখানে ড্রেস কোড ছিল কালো। ড্রেস কোডের কথা মাথায় রেখেই ওয়ান শোল্ডার কালো রঙের মনোকিনি ড্রেসে আগুন জ্বালিয়েছেন মালাইকা আরোরা। হাই থাই স্লিটে যেন ঝরছে লাস্যময়ীর যৌনতা। নেটের পোশাকের চারপাশ দিয়ে পুরো শরীরটাই যেন দেখা যাচ্ছে। নিতম্বের একাংশই উন্মুক্ত। ওয়ান শোল্ডার কালো রঙের মনোকিনি ড্রেসের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। শরীর দেখাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। ৪৮-এর মালাইকার এমন সাজ দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা।

বক্ষযুগল উন্মুক্ত করে হোক কিংবা অনাবৃত উরু বার করে সর্বদাই খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী।বলি ফ্যাশনিস্তা মালাইকা (Malaika Arora)আরোরাকে নিয়ে সর্বদাই সরগরম বলিপাড়া। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা।
বয়স যত বাড়ছে ততই যেন সেক্সি হচ্ছেন মালাইকা। ফ্যাশন স্টেটমেন্টে সুপারহট তকমা রয়েছে মালাইকা আরোরার (Malaika Arora) । হট পোশাকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা মাল্লার চেয়ে আর ভাল কেউ জানেন না। এবারও তেমনটাই করলেন অভিনেত্রী।
সম্প্রতি বলি অভিনেতা ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে গিয়েছিলেন মালাইকা আরোরা। যেখানে ড্রেস কোড ছিল কালো। ড্রেস কোডের কথা মাথায় রেখেই ওয়ান শোল্ডার কালো রঙের মনোকিনি ড্রেসে আগুন জ্বালিয়েছেন মালাইকা আরোরা (Malaika Arora)।
হাই থাই স্লিটে যেন ঝরছে লাস্যময়ীর যৌনতা। নেটের পোশাকের চারপাশ দিয়ে পুরো শরীরটাই যেন দেখা যাচ্ছে। নিতম্বের একাংশই উন্মুক্ত। ওয়ান শোল্ডার কালো রঙের মনোকিনি ড্রেসের হাতের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। শরীর দেখাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী মাল্লা (Malaika Arora)।
মালাইকার (Malaika Arora) এমন পোশাক পরে পার্টিতে যাওয়া মোটেই ভালচোখে নেননি নেটিজেনরা। শরীরের পুরোটাই যেন খোলা। ৪৮-এর মালাইকার এমন সাজ দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। গা গরম ছবি পোস্ট করে বহুবার ট্রোলের মুখে পড়লেও তিনি নিজের খেয়ালেই রয়েছেন।
বয়স প্রায় ৫০ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও নিউকামারদের টেক্কা দিতে প্রস্তুত মালাইকা ( Malaika Arora)। ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে মালাইকার সাজ নিয়ে অশ্লীল মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনরা একজন বলেছেন, যা খুশি পরে নিলেই হল। একজন নেটিজেন বলেছেন, নিজেকে কী মনে করেন, নিজের বয়স অনুযায়ী পোশাক নির্বাচন করুন। অন্য একজন বুড়ি ঘোড়া বলে মন্তব্য করেছেন।
যদি কোনও বাঁকা মন্তব্যেই কান দিতে নারাজ মালাইকা (Malaika Arora)। পার্টির ঢোকার আগে বেশ খোশমেজাজেই পাপারাৎজির ক্যামেরায় পোজ দিয়েছেন মালাাইকা। একেবারে নিজের স্টাইলেই নিজেকে মাতিয়ে রেখেছেন অর্জুনের প্রেমিকা।
তবে মালাইকা (Malaika Arora) একাই নন, ফারহান আখতার ও শিবানী দান্ডেকর পার্টিতে হাজির ছিলেন বলিউডের হেভিওয়েটরাও। কালো আউটফিটে এক ফ্রেমে ক্যামেরাবন্দি হয়েছেন মালাইকা আরোরা, অমৃতা আরোরা, করিনা কাপুর ও করিশ্মা কাপুর। সকলেই স্টাইলিশ হট পোশাকে দেখা গেছে ।
অভিনেত্রীকে নিয়ে সর্বদাই সরগরম নেটপাড়া। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ( Malaika Arora)। বরাবরই একের পর এক ছবি পোস্ট করে খবরের শিরোনামে থাকেন ফিটনেস ফ্রিক অভিনেত্রী।
সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে তার। ছাইয়া ছাইয়া গার্লের ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই সাহসীকতার পরিচয় দিতে থাকেন তিনি। তবে অতিরিক্ত খোলামেলা পোশাক পরে চরম ট্রোলড হয়েছেন অর্জুনের প্রেমিকা ( Malaika Arora)।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।