৪৬-এও হটনেস অ্যালার্ট, রইল সেক্স বম্ব মালাইকার 'ফিটনেস সিক্রেট'
- FB
- TW
- Linkdin
বলিউড তারকারা প্রত্যেকেই এখন গৃহবন্দি। গৃহবন্দি দশায় সময় কাটাতে সকলেই যেন শরীরচর্চায় মন দিয়েছে। বাড়িতে থেকে নিয়মিত কঠোর ওয়ার্কআউটও করছেন বলি ফ্যাশনিস্তা মালাইকা।
মালাইকা ফিটনেস মন্ত্র কে না জানতে চায়। তার মেদহীন ছিপছিপে শরীরের পিছনে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। সম্প্রতি ফাঁস হয়েছে তা ফিটনেস রেজিম।
নিজেকে ফিট রাখতে ঘরে বসেই ব্যায়াম করছেন মালাইকা। হাজারো কাজের ব্যস্ততার মধ্যেও সেখান থেকে সময় বার করে ওয়ার্কআউট মাস্ট।
সোশ্যাল মিডিয়াতেও সমানভাবে জনপ্রিয় এই অভিনেত্রী। মাঝেমধ্যেই কিছু কঠিন যোগাভ্যাসের ছবি শেয়ার করেন অভিনেত্রী। এই ছবি ঘিরেই আপাতত উত্তাল নেটদুনিয়া।
মালাইকার ডায়েটে মূলত সবথেকে বেশি থাকা সবুজ শাক-সব্জি। এর পাশাপাশি যে সমস্ত খাবারে অ্যান্টি-অক্সিডেন্টের পরিমাণ বেশি তিনি সেগুলিও তার ডায়েটে রাখেন।
দিনের শুরুতে হেলদি স্মুদি দিয়ে দিন শুরু করেন মালাইকা। ব্রেকফাস্টে অ্যাভোকাডো রয়েছে তার পছন্দের তালিকায়।
দুপুরের খাওয়ারের সময় এবং রাতের বেলায় তিনি ডিটক্স মিল নেন। তবে এর মধ্যে বেশিরভাগই সেদ্ধ শাক-সব্জি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে অনেকটাই সাহায্য করে।
রাতের খাবারে তিনি হালকা খাবারই বেশি পছন্দ করেন। মিষ্টি থেকে নিজেকে দূরে রাখুন মালাইকা। তবে ডায়েটে গুড়, ঘি, খেজুর, মধু রয়েছে মালাইকার।
মালাইকার খাবারের তালিকায় পাস্তা খুবই পছন্দের। গমের পাস্তা খেতে ভীষণ ভালবাসেন অভিনেত্রী। এছাড়াও বাদামে দুধ, মধু, ওটস, এলাচের গুঁড়ো দিয়ে বানানো মিল তিনি প্রায় প্রতিদিনই খান।
শরীরে আয়রনের পরিমাণ বাড়াতে ডিটক্সের রস খান মালাইকা। এছা়ড়া যে কোনও সি ফুডসও তার পছন্দ।
তিনি বরাবরই ডায়েট মেনে খাবার খান। এর পাশাপাশি অ্যালকোহল ও ধূমপান থেকে নিজেকে বিরত রাখেন।
নিজেকে ফিট রাখার জন্য শুধু ইন্ডোরই নয়, আউটডোরও স্পোর্টসও করে থাকেন মালাইকা। যেমন-সাঁতার, সাইকেল চালানো, জগিং, নাচ, কিক বক্সিং, এসবও করে থাকেন। আর সবচাইতে বড় হল নিজেকে ফিট রাখতে পর্যাপ্ত পরিমাণে ৭-৮ ঘন্টা ঘুমোন মালাইকা।