- Home
- Entertainment
- Bollywood
- 'অনস্ক্রিন সঙ্গমের প্রস্তাব জুটেছিল অফস্ক্রিনেও', কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মল্লিকা
'অনস্ক্রিন সঙ্গমের প্রস্তাব জুটেছিল অফস্ক্রিনেও', কাস্টিং কাউচ নিয়ে বিস্ফোরক মল্লিকা
সেক্সি চাবুক ফিগারে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে মল্লিকার। ঘনিষ্ঠ চুম্বন কিংবা সঙ্গমের দৃশ্যে শরীরী উত্তেজনা জাগানো মল্লিকা শেরওয়াত আজও বলিউডে সেক্স সিম্বল হিসেবেই সকলের কাছে পরিচিত। বেশ কিছুদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও তিনি ফের স্বমহিমায় ফিরেছেন। এবং দীর্ঘদিন বাদে কামব্যাক করেই সাড়া ফেলে দিয়েছেন মল্লিকা শেরওয়াত।

বেশ কিছুদিন বড়পর্দা থেকে দূরে থাকলেও তিনি ফের স্বমহিমায় ফিরেছেন। এবং দীর্ঘদিন বাদে কামব্যাক করেই সাড়া ফেলে দিয়েছেন মল্লিকা শেরওয়াত (Mallika Sherawat )।
বলিউডে এত খুল্লামখুল্লা রোম্যান্স যা রীতিমতো কল্পনার বাইরে ছিল। সেখানে ইমরান হাশমির সঙ্গে মার্ডার ছবিতে মল্লিকার শরীরী নেশায় আজও বুঁদ ভক্তরা। বলিউড ছাড়াও হলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মল্লিকা।
বলিউডে এত খুল্লামখুল্লা রোম্যান্স যা রীতিমতো কল্পনার বাইরে ছিল। সেখানে ইমরান হাশমির সঙ্গে মার্ডার ছবিতে মল্লিকার শরীরী নেশায় আজও বুঁদ ভক্তরা। বলিউড ছাড়াও হলিউডেও নিজের দক্ষতার ছাপ রেখেছেন মল্লিকা।
নগ্নতা থেকে চরম সঙ্গমের মুহূর্তে একটুও পিছপা হননি মল্লিকা। বরং নিজের সবটা উজার করেই শরীরী শিহরণ জাগিয়েছেন মল্লিকা। তারপরই ঘনিষ্ঠ দৃশ্যের জন্য বিস্তর সমালোচনার মুখে পড়তে হয়েছিল মল্লিকাকে। পাশাপাশি চলেছিল বিতর্কও।
শরীরী উত্তেজনা জাগানো মল্লিকাকে পতিতা নারীর তকমা দিয়েছিল নেটিজেনরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মল্লিকা জানিয়েছেন, বোল্ড সিনেমা করার পর এমন একটা ইমেজ তৈরি হয়েছিল যে অনেক অভিনেতারাই এর সুযোগ নিতে চেয়েছিল।
মল্লিকা আরও বলেন, অনেকেই বলেছিল অনস্ক্রিন বোল্ড হতে পারলে অফস্ক্রিন কেন নয়। আসলে অনস্ক্রিন আর অফস্ক্রিনের ফারাকটাই মিলিয়ে দিয়েছিল সকলে।
সাহসী চরিত্রে অভিনয় করাটাই জীবনের সবচেয়ে বড় সমস্যা ডেকে এনেছিল মল্লিকার। সহকর্মীর যৌন প্রস্তাবে রাজি না হওয়ায় হাতছাড়া হয়েছিল একাধিক কাজ।
মল্লিকা জানিয়েছেন, তিনি কোনওকিছুতেই আপোস করতে পছন্দ করতে না। নিজেকে নিয়ে গর্ব বোধ করেন তিনি। এবং প্রতিটি জায়গায় প্রমাণ করতে গিয়েই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
মল্লিকা জানিয়েছেন, তিনি কোনওকিছুতেই আপোস করতে পছন্দ করতে না। নিজেকে নিয়ে গর্ব বোধ করেন তিনি। এবং প্রতিটি জায়গায় প্রমাণ করতে গিয়েই তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন।
সৌমিক সেন পরিচালিত ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা যাবে মল্লিকা শেরওয়াতকে। এই প্রথমবার মল্লিকাকে ওয়েবসিরিজে অভিনয় করতে দেখা যাবে। কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন মল্লিকা। এছাড়াও এষা গুপ্তা এবং গৌতম রোডের মতোন অভিনেতারাও রয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।