চরম হিন্দুত্বের দীক্ষা নিয়েছিলেন মিলিন্দ, আত্মজীবনীতে শিকার করলেন সেই কথা
| Published : Mar 11 2020, 03:03 PM IST
চরম হিন্দুত্বের দীক্ষা নিয়েছিলেন মিলিন্দ, আত্মজীবনীতে শিকার করলেন সেই কথা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
'মেড ইন ইন্ডিয়াঃ আ মেমোয়ার' নামে মিলিন্দের আত্মজীবনী গত সপ্তাহেই প্রকাশ্যে এসেছে। সেখানেই মিলিন্দের স্মৃতিতে উঠে এসেছে আরএসএস-এর নাম।
211
মিলিন্দ লিখেছেন, বয়স তখন ৯-১০ বছর। সবেমাত্র সাঁতার ক্লাসে ভর্তি হয়েছেন। ঠিক সেই সময়েই মুম্বইয়ের শিবাজি পার্কের আরএসএস-এর শাখায় তিনি ভর্তি হন।
311
তার বাবা ও আরএসএস করতেন। তিনি ভেবেছিলেন, ছেলেও এই শাখায় যোগ দিলে শারীরিক ভাবে ফিট থাকবে, এবং এর পাশাপাশি নিয়মানুবর্তীও হবে।
411
কিন্তু মিলিন্দ তখন একা সময় কাটাতে পছন্দ করতেন, আরএসএস-এর সঙ্ঘবদ্ধ ট্রেনিং তার পছন্দ হতো না।
511
তিনি সুযোগ মতো সেখানে ফাকি দিতেন। সবার চোখের আড়ালে গিয়ে তিনি লাইনের মধ্যে লুকিয়ে পড়তেন। যাতে কারোর নজরে পড়তে না হয়।
611
তখন শুধু সন্ধ্যে ৬-৭ টা খাকি শটস পরে মার্চ করা, যোগ ব্যায়াম আর শারীরিক কসরত করাই ছিল মিলিন্দের পরিধি। আধুনিক যন্ত্রপাতি ছাড়াই শরীর চর্চা করতেন মিলিন্দ।
711
নিজের আত্মজীবনীতেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে নিজের যোগ নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
811
তিনি আরও জানিয়েছেন, আরএসএস-এ যাওয়ার পর ক্রমশ যেন সেখানকরা কার্যকর্তা হয়ে উঠেছিলেন মিলিন্দ।
911
সংস্কৃত উচ্চারণও মিলিন্দ শিখেছিলেন আরএসএস থেকেই। এমনকী সংস্কৃত স্তোস্ত্র মানে না বুঝেই উচ্চারণও তিনি সেখান থেকেই শিখেছিলেন।
1011
হোলিতেও রঙিন মিলিন্দ।আরএসএস ধর্মীয় প্রোপাগন্ডা ছড়ায় বলে বর্তমানে যে সব খবর ছড়ানো হয়,সে বিষয়েও তার কোনও ধারনা নেই।
1111
আরএসএস-এ থাকাকালীন তিনি ওই সময়কে খুব মিস করেন বলেন জানান মিলিন্দ। শুধু তাই নয়, পুরোনো ওই দিনে ফিরে যেতে পারলে তিনি খুব খুশি হতেন বলেই জানিয়েছেন সুপারমডেল।