অন্তর্বাসে সুইমিং পুলে ঝড়, মৌনির হটনেসে ভক্তমহলে উষ্ণতার পারদ তুঙ্গে্
- FB
- TW
- Linkdin
কখনও বিকিনি লুক, কখনও আবার সুইমিং পুল থেকে মোনোকিনি লুক, মৌনি রায় মানেই দর্শকদের মনে এক উষ্ণ আবেদন।
ফিগার যেন পার্ফেক্ট। শরীরের কোথাও নেই বিন্দুমাত্র মেদ। সপার্ফেক্ট ডায়েটেই নিজেকে ধরে রাখেন হট ডিভা।
এবার ভাইরাল হলেন সাদা বিকিনিতে সুইমিং পুলে হট পোজ দিয়ে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ মৌনি।
ফলে যেকোনও ছবি পোস্ট করলেই তা ঝড় তোলে ভক্তমহলে। তবে মৌনির প্রোফাইল যেন একটু বেশি খোলামেলা।
অধিকাংশ সময়ই খোলামেলা পোশাকে বা অন্তর্বাসে ধরা দিয়ে থাকেন মৌনি। কখনও কখনও পড়তে হয় ট্রোলের মুখেও।
বড্ড রোগা, সমালোচনার মুখ থেকে বাদ পড়ে না বডি শেমিং। কোনও কোনও ভক্ত আবার অভিনেত্রীকে উপদেশ দিয়ে থাকেন, একটু খাওয়া উচিত।
যদিও মৌনির এই সাইজ জিরোতেই মুগ্ধ সকলে। আর মৌনির ইনস্টা পোস্টই তাই ভরে ওঠে অন্তর্বাসের হট লুকে।
ছবির পর্দায় হোক বা ক্যামেরার ফ্রেমে, মৌনি খুব ভালো করেই জানে কোন পোজে ভক্তদের নজর মুহূর্তে কাড়া সম্ভব।
তাই বিজ্ঞাপনই হোক বা ঘরোয়া লুকে ছবির পাঠ, মৌনির উপস্থিতি মানেই ভক্তমহলে তুমুল উত্তেজনা।
সুযোগ পেয়ে শাহরুখ খান যেমন আমির খান সম্পর্কে বলতে পিছু পা হন না, তেমনই আমির খান খুব একটা পছন্দ করেন না শাহরুখকে নিয়ে কথা বলতে।