- Home
- Entertainment
- Bollywood
- 'One Night Stand' থেকে মাসাবার জন্ম, সিঙ্গল মাদারহুড নিয়ে অকপট নীনা গুপ্তা
'One Night Stand' থেকে মাসাবার জন্ম, সিঙ্গল মাদারহুড নিয়ে অকপট নীনা গুপ্তা
- FB
- TW
- Linkdin
সদ্য প্রকাশিত হল নীনা গুপ্তার আত্মজীবনী 'সাচ কাহু তো'। পেঙ্গুইন ইন্ডিয়া প্রকাশনা সংস্থার তরফে প্রকাশিত হয়েছে বইটি।
অভিনেত্রী করিনা কাপুর খান ভার্চুয়ালি বইটি প্রকাশ করেছেন। নিজের জীবনের অদম্য লড়াই, একাকীত্ব সবটাই তুলে ধরেছেন 'সাচ কাহু তো'-তে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ভিভ রিচার্ডস-এর সঙ্গে প্রেম থেকে ওয়ান নাইট স্ট্যান্ড, মাসাবার জন্ম সব মিলিয়ে নীনা যেন এক বিতর্কিত অধ্যায়।
জীবনের কঠিন সময়ে স্বামী নেই, ছিল না কোনও প্রেমিক। একাকীত্বই ছিল নীনার সঙ্গী। নিজের জীবনের সমস্তটাই শেয়ার করেছেন নীনা। কিন্তু ইচ্ছের ইচ্ছাশক্তির কাছে হার না মেনে একাই লড়াই চালিয়ে গেছিলেন নীনা। একা মা হিসেব জন্ম দিয়েছিলেন মাসাবাকে।
নীনা জানিয়েছেন, যখন আমি বোম্বে এসেছিলাম তখন একজন রক্ষণশীল ব্যাকগ্রাউন্ডই ছিল আমার। এবং প্রতি ছয় মাস অন্তর বাড়ির কাছে ফিরে যেতাম। এবং ভুল বা ঠিক যা-ই করতাম বাড়ি গিয়ে চিৎকার করে কান্নাও করতে পারতাম।
নীনা বলেছেন, একদিন একটি অল্প বয়সী মেয়ে এসে নীনাকে বলেছিল সেও নাকি মাসাবার মতো কন্যাসন্তানের জন্ম দিতে চায়।
নীনা বলেছেন, একদিন একটি অল্প বয়সী মেয়ে এসে নীনাকে বলেছিল সেও নাকি মাসাবার মতো কন্যাসন্তানের জন্ম দিতে চায়।
নীনা আরও জানিয়েছেন, মা-বাবার কাছে ফিরে গিয়ে তাদের কোলে শুয়ে চিৎকারও করে কাঁদতে পারতাম।
বর্তমানে বিবেক মেহরার সঙ্গে বিয়ে করে সুখী দাম্পত্যে থাকলেও কর্মসূত্রে তারা আলাদাই থাকেন।