- Home
- Entertainment
- Bollywood
- 'সিডাকটিভ' ওয়াইন হাতে পেয়ে এ কী করলেন প্রিয়ঙ্কা, নিকের দেওয়া বহুমূল্যের উপহারে দিশেহারা দেশি গার্ল
'সিডাকটিভ' ওয়াইন হাতে পেয়ে এ কী করলেন প্রিয়ঙ্কা, নিকের দেওয়া বহুমূল্যের উপহারে দিশেহারা দেশি গার্ল
গত ১৮ জুলাই বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা চোপড়ার জন্মদিন ছিল। ৩৯-এ পা দিলেন পিগি চপস। প্রতিবছরের চেয়ে এই বছরের জন্মদিনটা যেন একটু ফিকে। ২০১৮-র পর ২০২১, এই প্রথমবার স্বামী নিক জোনাসকে ছাড়া বার্থডে সেলিব্রেশন করেছেন দেশি গার্ল। কর্মসূত্রে লন্ডনে রয়েছেন প্রিয়ঙ্কা, আর নিক রয়েছেন লস অ্যাঞ্জেলসে। তবে হাজার মাইল দূরে থাকলে স্ত্রীর জন্মদিনে সেরার সেরা উপহার পাঠাতে ভোলেননি নিক। প্রিয়জনদের থেকে পাওয়া দামী উপহারের মধ্যেই নিকের উপহারটি যেন সবচেয়ে স্পেশ্যাল। জন্মদিনের উপহার হিসেবে লক্ষাধিক মূল্যের ১৯৮২ শ্যতো মোতঁ রথসশিন্ড ওয়াইন পাঠিয়ে প্রিয়ঙ্কার মন জয় করে নিয়েছেন নিক।

২০১৮-র পর ২০২১, এই প্রথমবার স্বামী নিক জোনাসকে ছাড়া বার্থডে সেলিব্রেশন করেছেন দেশি গার্ল। কর্মসূত্রে লন্ডনে রয়েছেন প্রিয়ঙ্কা, আর নিক রয়েছেন লস অ্যাঞ্জেলসে।
তবে হাজার মাইল দূরে থাকলে স্ত্রীর জন্মদিনে সেরার সেরা উপহার পাঠাতে ভোলেননি নিক। প্রিয়জনদের থেকে পাওয়া দামী উপহারের মধ্যেই নিকের উপহারটি যেন সবচেয়ে স্পেশ্যাল।
জন্মদিনের উপহার হিসেবে লক্ষাধিক মূল্যের ১৯৮২ শ্যতো মোতঁ রথসশিন্ড ওয়াইন পাঠিয়ে প্রিয়ঙ্কার মন জয় করে নিয়েছেন নিক।
এতটা দূরে থেকেও নিকের থেকে এমন একটা সারপ্রাইজ পাবেন, তা হয়তো নিজেও ভাবতে পারেননি প্রিয়ঙ্কা। লন্ডনে বসেই নিজের সবচেয়ে প্রিয় উপহারটি তাকে পাঠিয়েছেন নিক।
তবে দামী ওয়াইনের দাম শুনলে আপনার চোখ যে কপালে উঠবে তা হলফ করে বলা যায়। কারণ ওয়াইনের টাকায় আপনার ভ্রমণ হয়ে যেতে পারে।
১৯৮২ সাল, প্রিয়ঙ্কার জন্মের বছর। খুব ভাবনা-চিন্তা করেই বউয়ের জন্য উপহার কিনেছেন নিক। শুধু তাই নয়, ওয়াইনটির দাম ১ লক্ষ ৩১ হাজার ৩৭৫ টাকা।
স্বামীর কাছ থেকে সিডাকটিভ ওয়াইনটি উপহার পেয়ে রীতিমতো আপ্লুত প্রিয়ঙ্কা। নিজের ইনস্টাগ্রামে সাদা ফুলে সাজানো টেবিল, গাঢ় লাল রঙের রেড ওয়াইনের ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা লিখেছেন, লাভ ইউ নিক জোনাস।
যদিও এই ওয়াইন ছাড়াও প্রেমের শুরু থেকেই প্রিয়ঙ্কাকে দামী উপহার দিয়ে এসেছেন নিক জোনাস।