- Home
- Entertainment
- Bollywood
- উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় আগুন, বলিউডে ডেবিউ সুহানার, করণের পরিবর্তে কে লঞ্চ করছেন শাহরুখ কন্যাকে
উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় আগুন, বলিউডে ডেবিউ সুহানার, করণের পরিবর্তে কে লঞ্চ করছেন শাহরুখ কন্যাকে
| Published : Aug 18 2021, 10:00 AM IST
উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় আগুন, বলিউডে ডেবিউ সুহানার, করণের পরিবর্তে কে লঞ্চ করছেন শাহরুখ কন্যাকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
সদ্যই ২১ -শে পা দিয়েছেন সুহানা খান। সময় যত এগোচ্ছে ততই যেন সেক্সি হয়ে উঠছেন বলিউডের বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান।
210
বলিউডে পা না রাখলেও ইতিমধ্যেই সুহানার ফ্যান-ফলোয়ারের সংখ্যা ১৬ লক্ষ ছাড়িয়ে গেছে। বিকিনির হট স্টাইলে তাবড় তাবড় সেক্সিদেরও টেক্ক দিচ্ছে সুহানা।
310
বর্তমানে নিউইয়র্কে পড়াশোনা করছেন শাহরুখ কন্যা। বলিউডের গ্ল্যামারের ঝলকানি থেকে শত যোজন দূরে হলেও ভক্তের সংখ্য়া তার অগণিত। এই বয়সেই সুহানার ফ্যাশন সেন্স এবং মেক আপ ফ্যাশন বোদ্ধাদেরও তাক লাগাচ্ছে।
410
শরীরী প্রদর্শনে তাবড় তাবড় অভিনেত্রীদেরও টেক্কা দিতে প্রস্তুত বছর ২১-র যুবতী সুহানা। হট অ্যান্ড বোল্ড ছবিতে সেক্সি সুহানা এখন নেটদুনিয়ার হটকেক।
510
করণের হাত ধরেই বলিউডে ডেবিউ হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার, কিন্তু নয়া খবরে ঘুম উড়েছে ভক্তদের। করণ জোহর নয়, সুহানাকে নাকি বি-টাউনে লঞ্চ করছেন ফারহান আখতারের বোন জোয়া আখতার।
610
করণের হাত ধরেই বলিউডে ডেবিউ হতে চলেছে শাহরুখ কন্যা সুহানার, কিন্তু নয়া খবরে ঘুম উড়েছে ভক্তদের। করণ জোহর নয়, সুহানাকে নাকি বি-টাউনে লঞ্চ করছেন ফারহান আখতারের বোন জোয়া আখতার।
710
স্টারকিডদের লঞ্চ করার জন্য যেমন সুনাম রয়েছে করণের তেমনি অনেক অপবাদ, নেপটিজমের আঙুলও উঠেছে করণের দিকে। আলিয়া থেকে অনন্যা সকলকেই লঞ্চ করেছেন করণ জোহর। সুতরাং শাহরুখ কন্যাকেও যে তিনি লঞ্চ করতে চলেছেন তেমনটাই জানতেন সকলে।
810
শাহরুখের বড় ছেলে আরিয়ান অভিনয় করবেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন বাদশা। তবে সুহানার বরাবারই ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার। এবং মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে চলেছে জোয়া আখতার।
910
শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। আন্তর্জাতিক আর্চি কমিক্সের ছবিতেই নাকি দেখা যাবে শাহরুখ কন্যা সুহানাকে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন সুহানা। এবং ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং করবে এই ছবি।
1010
এর আগেও বেশ কিছু শর্টফিল্মে কাজ করেছেন সুহানা। ছবির চিত্রনাট্য নিয়ে এখনও কাজ চলছে। সুহানা একাই নন, আরও দুই অভিনেতাকে লঞ্চ করা হবে এই ছবিতে।