জানেন কি, সইফ ছাড়াও করিনার জীবনের রয়েছে অন্য পুরুষ, ফাঁস করলেন 'মাদার টু বি'
First Published Dec 15, 2020, 4:31 PM IST
সদ্যই হিমাচল প্রদেশে ছুটি কাটিয়ে বাড়ি ফিরেছেন করিনা। ইদানিং বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ করিনা কাপুর। প্রতিনিয়তই কিছু না কিছু শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামে। ৭ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর আপাতত গর্ভাবস্থার পুরো সময়টাই চুটিয়ে উপভোগ করছেন। কয়েকদিন আগে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্পের ছবি পোস্ট করে রাতারাতি নেটিজেনদের নজর কেড়েছিলেন। সম্প্রতি নিজের জীবনের ব্যক্তিগত তথ্য শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। নিজের জীবনের প্রিয় তিন পুরুষের সঙ্গে খুল্লামখুল্লা ছবি পোস্ট করে লাইমলাইটে বলিউডের মম টু বি করিনা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন