- Home
- Entertainment
- Bollywood
- 'তুমি কি অন্তার্বাস পরে আছো', ছবির গানে নুসরতেকে বোল্ড পোশাকে দেখে প্রশ্ন করে উঠলেন বাবা
'তুমি কি অন্তার্বাস পরে আছো', ছবির গানে নুসরতেকে বোল্ড পোশাকে দেখে প্রশ্ন করে উঠলেন বাবা
- FB
- TW
- Linkdin
সিজলিং অবতারে তাঁকে এই গানে দেখা গিয়েছিল। লাল রঙের পোশাকে নুসরতকে এমন বোল্ড অবতারে আগে দেখা যায়নি।
সেই বোল্ডনেসে কীভাবে তাঁর পরিবারের সদস্যরা রিয়্যাক্ট করেছিলেন তা জানালেন নায়িকা।
নুসরত গানটির বিষয় বাড়িতে কিছুই বলেননি। কারণ তিনি জানতেন প্রতিক্রিয়া তেমন ভাল আসবে না।
গানটি দেখার পর তাঁর বাবা তাঁকে প্রশ্ন করেন, "তুমি কি ব্রা (অন্তর্বাস) পরে আছো?"
এর জবাবে নুসরত বলেন, "বাবা, ব্রা এবং ব্রালেটের মধ্যে একটা পার্থক্য আছে। যেটা আমি পরে আছি, সেটাকে ব্রালেট বলে।"
বাবার এই প্রশ্নের উত্তর স্মার্টলি দিলেও মনে মনে বেশ ভয়ই ছিল নুসরত। যার কারণে তিনি বাড়িতে গানটির বিষয় আগে কিছু জানাননি।
নুসরতের মায়ের অবশ্য গানের পোশাকের চেয়ে বেশি মেয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চিন্তা ভাবনা বেশি।
তিনি এবং বাড়ির সকলেই চান নুসরত এবার সেটল করে যাক। অর্থাৎ বিয়ে ছাদনাতলায় বসে দেখতে চান নুসরতকে।
এবার খানিক পাকাপাকিভাবেই বললেন নুসরতকে ওনারা বিয়ের জন্য তাগিদা দিচ্ছেন।
খুব শীঘ্রই নুসরতকে বিয়ের সাজে দেখতে চলেছে ভক্তরা। এই প্রশ্নেই এখন ভরে চলেছে সোশ্যাল মিডিয়া।