- Home
- Entertainment
- Bollywood
- জলের তলায় ঠোঁটের কাছে ঠোঁট, বরুণ সারার হট পোজই কি নকল করতে চেয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
জলের তলায় ঠোঁটের কাছে ঠোঁট, বরুণ সারার হট পোজই কি নকল করতে চেয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
এক কথায় বলতে গেলে অঙ্কুশ ও ঐন্দ্রিলার কাছে এটা হল ঘটনা বহুল বছর। সম্পর্কের সেলিব্রেশন থেকে শুরু করে জুটির প্রথম পর্দায় আসা। সকলের নজর কেড়েছেন এই টলিউড জুটি। কখনও ভাইরাল হয়েছেন তাঁরা সিনে পর্দায়-কখনও আবার হলিডে ট্রিপে।

অঙ্কুশ ও ঐন্দ্রিলা, এক কথায় বলতে গেলে টলিউডের হট জুটি। যাঁদের উপস্থিতিতেই পর্দায় বাজিমাত হওয়ার কথা ছিল।
কারণ একটাই, রিয়েল লাইফ জুটি রিল লাইফে প্রথম করেছিলেন আত্মপ্রকাশ। ছবির নাম ম্যাজিক। পেছনে ছিল একটাই সমীকরণ।
চলতী বছরই তাঁদের সম্পর্কের দশ বছর পূর্ণ হল। সেই আনন্দেই ও সেলিব্রেশনেই এমন এক সিদ্ধান্ত নেওয়া।
নতুন বাড়ি গাড়ি তো সঙ্গে ছিলই, তারই মধ্যে হাজির হল ঐন্দ্রিলার জন্মদিন। খানিক ছুটির মেজাজে পাড়ি দিলেন তাঁরা মলদ্বীপ।
এখানেই ঘটল ছন্দপতন। শুরুটা ছিল ভালোই। একের পর এক হট লুকে ছবি শেয়ার করতে থাকেন ঐন্দ্রিলা।
তবে কয়েকদিন যেতে না যেতেই তিনি করোনায় আক্রান্ত হয়ে পড়েন। সেখানেই হতে হয়তাঁকে কোয়ারেন্টাইন।
তাই বলে কি ট্রিপ মাটি! না, আবারও একের পর এক ছবি শেয়ার করে সকলকে তাক লাগালেন এই জুটি।
জলের তলায় ঘনিষ্ঠ অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই পোজ মুহূর্তে মনে করিয়ে দিল বরুণ ধাওয়ান ও সারার কথা।
ছবি দেখা মাত্রাই তা ছড়িয়ে পড়ল ভক্তমহলে। বেজায় খুশি অঙকুশ, কারণ একটাই, অবশেষে কেটেছে বিপদ, সুস্থ আছেন তাঁরা।