স্মৃতির পাতায় রঙিন হোলি, রইল বলিউড তারকাদের সেরা কিছু পুরোনো ছবি
হোলির রঙে রঙিন বলিউড। কখনও তারকারা পরিবারের সঙ্গে মেতে উঠেন রভের উৎসবে, কখনও আবার পার্টি। তবে বেশ কিছু বছর আবার রঙ খেলা হয় না অনেকেরই। কারণ শ্যুটিং সিডিউলের মধ্যেই কেটে যায় এই বিশেষ দিন। আবার যে পরিস্থিতির মুখোমুখি হতে হল কিয়ারাকে। তবে তারকাদের সেলিব্রেশনের বেশ কিছু পুরোনো ছবি আজও স্মৃিতর পাতায় উজ্জ্বল। রইল তারই কিছু ঝলক।
110

হোলির মেজাজে হৃত্বিক রোশন। রঙ মেখে ছবি শেয়ার করেছিলেন নেট দুনিয়ায়।
210
সপরিবারে রং খেলাতে মেতে ছিলেন সানি লিওন। সঙ্গে ছিলেন ডেনিয়েল ও তাঁর তিন সন্তানও।
310
সুশান্ত সিং রাজপুতের সঙ্গে হোলি খেলেছিলেন জ্যাকলিন। মুহূর্তে এই ছবি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।
410
সকলের সঙ্গে হোলির রঙে লাল হয়ে সেলফি তুলে শেয়ার করেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া।
510
গৌরি খানের সঙ্গে রং খেলে রোম্যান্টি মুডে পোজ দিয়েছিলেন শাহরুখ খান।
610
বচ্চন পরিবারের হোলি উৎস। রং খেলে সপরিবারে ছবি শেয়ার করেছিলেন অমিতাভ বচ্চন।
710
সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে রং খেলে ছবি শেয়ার করেছিলেন আলিয়া ভাট।
810
হোলির মেজাজে বরুণ ধাওয়ান। সকলের সঙ্গে রং খেলে ছবি শেয়ার করেছিলেন তিনি।
910
এষা দেওল হোলির পার্টিতে রঙিন। উপস্থিত ছিলেন হেমা মালিনিও।
1010
হোলির দিনে রোম্যান্ট মুডে সপরিবারে অভিষেক বচ্চন। পাশে সলমন খানের রং খেলার ছবি।
Latest Videos