- Home
- Entertainment
- Bollywood
- থিয়েটার, স্পা, রেস্তোরাঁ, কোভিড কোপে বন্ধ হয়ে যাওয়া সমস্ত বিলাসিতা ফিরিয়ে আনছে বিগ বস
থিয়েটার, স্পা, রেস্তোরাঁ, কোভিড কোপে বন্ধ হয়ে যাওয়া সমস্ত বিলাসিতা ফিরিয়ে আনছে বিগ বস
শুরু হতে চলেছে বিগ বস সিজন ১৪। প্রকাশ্যে এসেছে প্রতিযোগীদের এক তালিকা। তবে সে বিষয় নিশ্চিত কিছু জানানো হয়নি। বিগ বস নামক এই বিতর্কিত অনুষ্ঠানটি অন্যান্য রিয়ালিটি অনুষ্ঠানের তুলনায় ঢের বেশি জনপ্রিয়। খুব শীঘ্রই টেলিদুনিয়ায় ফের বিনোদনের নয়া রূপ নিয়ে আসছে বিগ বস সিজন চোদ্দো। প্রতিযোগীদের একটি তালিকা প্রকাশ্যে এলেও পরে এই বিষয় নিশ্চিত খবর পাওয়া যাবে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ সলমন খানকে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে। গোটার বাড়ি ঘুরে দেখালেন সলমন।
| Published : Sep 25 2020, 11:06 PM IST
- FB
- TW
- Linkdin
)
এবারে থাকছে বিবি মল। অর্থাৎ বাড়ির ভিতরেই থাকছে একটি শপিং মল। প্রয়োজনমত কেনাকাটা করতে পারবেন প্রতিযোগীরা।
)
থাকছে একটি স্পা-ও। এমন আরামদায়ক স্পা, এর আগে কখনও বিগ বস হাউজে দেখা যায়নি।
)
বিগ বস হাউজ সেজে উঠেছে রেস্তোরাঁতেও। সেখানেই দেখা যেতে পারে প্রতিযোগীদের ডিনার ডেটের ঝলক।
)
এমনকি থাকছে একটি থিয়েটারও। এই প্রথম প্রতিযোগীদের জন্য ব্যবস্থা করে হচ্ছে থিয়েটারের।
)
কোভিড পরিস্থিতিতে সিনেমা হলে গিয়ে ছবি দেখার স্বাদই ভুলে গিয়েছে সকলে। সেই পরিস্থিতি ফেরাতেই এই ব্যবস্থা।
)
কোভিড পরিস্থিতিতে সিনেমা হলে গিয়ে ছবি দেখার স্বাদই ভুলে গিয়েছে সকলে। সেই পরিস্থিতি ফেরাতেই এই ব্যবস্থা।
)
রান্নাঘরের সামনে ডাইনিং টেবিলেও থাকছে সামাজিক দূরত্ব। দু'টি আলাদা টেবিল করে দেওয়া হয়েছে।
)
যার জেরে প্রতিযোগীরা সামাজিক দূরত্ব মেনেই খাওয়া দাওয়া করতে পারবেন। বাড়ির অন্যান্য অংশেও চলবে সামাজিক দূরত্ব।