ডায়েরির মধ্যেই কি লুকিয়ে সুশান্তের মৃত্যুর আসল কারণ, তদন্তে পুলিশ
- FB
- TW
- Linkdin
সত্যিই কি মানসিক চাপ থেকেই আত্মহত্যা নাকি পরিকল্পনা মাফিক খুন? এই নিয়ে সকলের মনে দানা বেঁধেছে হাজারো রহস্য।
সুশান্তের মৃত্যুর খবরে উত্তাল হয়েছে সোশ্যাল মিডিয়া। এমনকী সুশান্তের পরিবারের পক্ষ থেকেই তার মৃত্যুকে আত্মহত্যা নয় বলেই দাবি করেছেন। ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ।
এরই মধ্যে সুশান্তের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫ টি গোপন ডায়েরি। তদন্তের প্রয়োজনে এই ডায়েরি দেখেই বিভিন্ন দিক খতিয়ে দেখছে মুম্বই পুলিশ।
মৃত্যুর ১০ দিন আগে সুশান্ত কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন তাদের সকলকেই নোটিস পাঠানো হবে তদন্তের প্রয়োজনে।
সুশান্তের বন্ধু-বান্ধব থেকে পরিবারের লোকজন এমনকী ইন্ডাস্ট্রির লোকজন যাদের সঙ্গে সুশান্তের যোগাযোগ হয়েছিল সকলকেই জিজ্ঞাসাবাদ করা হবে।
ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির ৫ প্রযোজনা সংস্থাকে নোটিশ পাঠিয়েছে মুম্বই পুলিশ।বলিউডের করণ জোহর, সলমন খান, সঞ্জয় লীলা বনশালি, একতা কাপুরের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।
সুশান্তের মানসিক অবসাদের পিছনে সত্যিই কি বলিউডের কোনও হাত রয়েছে। বলিউডে গোষ্ঠীদন্দ্ব, পেশাগক প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আঙুল তুলেছেন বলি সেলিব্রিটি থেকে নেটিজেনরা। বি-টাউনের প্রথম সারির অভিনেতা সলমন খান, আলিয়া ভাট, করণ জোহর রয়েছেন সেই নিশানায়। বলি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষন চলেই আসছে। আর তারই হয়তো শিকার সুশান্ত।
ইতিমধ্যেই ৬ জনের সঙ্গে কথা বলেছে পুলিশ। তাদের সকলেরই বয়ান রেকর্ড করা হয়েছে। তাদের মধ্যে সুশান্তের বোন, দুই ম্যানেজার, সুশান্তের কুক, বন্ধু অভিনেতা মহেশ, এবং পরিচারিকাকেও জেরা করা হয়েছে।
ঠিক কোন পরিস্থিতিতে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন সুশান্ত সেই কারণ খতিয়ে দেখতেই তদন্তে নেমেছে পুলিশ।
হাই প্রোফাইল মৃত্যুর পিছনে অন্য কিছু জড়িয়ে রয়েছে কিনা তা বার করার চেষ্টায় মুম্বই পুলিশ।