- Home
- Entertainment
- Bollywood
- অনুমতির অপব্যবহার, গোয়ায় নগ্ন শ্যুটে মত্ত পুনম, খবর পেতেই হেফাজতে নিল পুলিশ
অনুমতির অপব্যবহার, গোয়ায় নগ্ন শ্যুটে মত্ত পুনম, খবর পেতেই হেফাজতে নিল পুলিশ
- FB
- TW
- Linkdin
একের পর এক বিতর্কে জড়িয়ে যাচ্ছে অভিনেত্রী পুনম পাণ্ডের নাম। কখনও বিয়ে নিয় ভাইরাল পুনম, কখনও আবার হট পোজে।
এবার হাতে নাতে ধরা পড়লেন অভিনেত্রী নগ্ন শ্যুটে। সেখান থেকেই সরা সরি পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় তাঁকে।
গোয়ার সমুদ্র সৈকতে শ্যুটিং-এর জন্য নেওয়া ছিল অনুমতি। কিন্তু তা যে অন্য উপায় ব্যবহার করতে চলেছেন অভিনেত্রী তার আঁচ প্রথমে পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুই স্থানীয় পুলিশও। এমনই পরিস্থিতিতে হঠাৎই হানা দেয় সেখানে মহিলা বাহিনির বেশ কিছু পুলিশ।
গোয়া বিচ থেকেই অভিষোগ যায়, প্রকাশ্যে নগ্নশ্যুট করছেন পুনম। সামনেই উপস্থিত জেলেরা। তাঁদের সামনেই চলে শ্যুটে।
এরপরই সেখান থেকে পুনমকে তুলে নিয়ে যায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। যদিও গ্রেফতার করা নিয়ে এখনও তেমন কোনও খবর আসেনি সামনে।
বৃহস্পতিবার দুপুরে গোয়ার সৈকতে ঘটে এই ঘটনা। সেখানে প্রকাশ্যে নগ্ন হয়ে একাধিক ছবি তুলতে দেখা যায় পুনমকে। সেখান থেকেই বিপত্তি।