- Home
- Entertainment
- Bollywood
- 'দীর্ঘ দিন ধরে একই কাজ ছেলেরা করে চলেছে. আর আমি বলেই কি তা দোষের', তোপ প্রিয়ঙ্কার
'দীর্ঘ দিন ধরে একই কাজ ছেলেরা করে চলেছে. আর আমি বলেই কি তা দোষের', তোপ প্রিয়ঙ্কার
- FB
- TW
- Linkdin
বলিউডের এক বিগ ব্যানার প্রিয়ঙ্কা চোপড়া। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন অভিনেত্রী। তবে কেবল বলিউডই নয়, সেখান থেকে সোজা পাড়ি হলিউডে।
প্রিয়ঙ্কা চোপড়া এক কথায় এখন এক আন্তর্জাতিক মুখ। কিন্তু অভিনেত্রীর নামের পাশে যতটা প্রশংসা জুড়ে যায় তাঁর কাজের জন্য, ততটাই সমস্যায় ফেলে তাঁর সম্পর্ক।
পপ গায়ক নিকের সঙ্গে বিয়ে সম্পর্কে আসার পর থেকেই একের পর এক তোপ ধেয়ে আসে প্রিয়ঙ্কার দিকে।
মিমে মিমে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা। প্রিয়ঙ্কার বয়স ৩৮ আর নিকের বয়স ২৭। মাঝে ১০ বছরের ব্যবধান।
ফলে কেউ বলে সম্পর্ক টিকবে না কেউ আবার বলেন ডিভোর্স হল বলে... তবে প্রিয়ঙ্কা সেই বিষয় বিন্দু মাত্র কান দিতে নারাজ।
প্রিয়ঙ্কার মতে তাঁকে আজ এগুলো শুনতে হচ্ছে শুধু মাত্র লিঙ্গ বিভাজনের জন্য। বছরের পর বছর ধরে ছেলেরা এই একই কাজ করে আসছে।
বয়সের ব্যবধান রেখে ছোট মেয়েদের যখন বিয়ে করে ছেলেরা কেউ প্রশ্ন তোলে না। আর একটা মেয়ে সেই সিদ্ধান্ত নিলেই দোষের!
তিনি পছন্দ করেন যে তিনি নতুন ট্রেন্ড সেট করবেন। সমাজের ধ্যান ধারনা বদলের প্রয়োজন রয়েছে। প্রিয়ঙ্কা চোপড়া মনে করেন তিনি কোনও ভুল করেননি, বরং সমাজের ধ্যান ধারনা বদলের সময় এসেছে।