- Home
- Entertainment
- Bollywood
- বোতাম লাগাতে ভুলে গেলেন, বেখেয়ালে জনসমক্ষে স্পষ্ট অন্তর্বাস, হুঁশ ফিরতেই বক্ষ ঢাকলেন প্রিয়ঙ্কা
বোতাম লাগাতে ভুলে গেলেন, বেখেয়ালে জনসমক্ষে স্পষ্ট অন্তর্বাস, হুঁশ ফিরতেই বক্ষ ঢাকলেন প্রিয়ঙ্কা
- FB
- TW
- Linkdin
উন্মুক্ত বক্ষে পোজ, পোশাকে খোলামেলা জনসমক্ষে ধরা দেওয়া প্রিয়ঙ্কা চোপড়ার জন্য নতুন কোনো খবর নয়।
সেই পোশাককে জড়িয়ে একাধিকবার খবরের শিরোনামেও জায়গা করে নিয়ে থাকেন প্রিয়ঙ্কা চোপড়া।
কখনও সামনে উঠে আসে ব়্যাম্পে প্রিয়ঙ্কার নয়া লুকের ইউনিক পোশাক, কখনও আবার তাঁর লুক।
নিকের সঙ্গে নাভি পর্যন্ত পরা নেকলাইন পোশাকে ঝড় তুলেছিলেন প্রিয়ঙ্কা। যা রীতিমত ট্রোল হয়েছিল নেট দুনিয়ায়।
উন্মুক্ত বক্ষের ক্লিভেজ প্রিয়ঙ্কার কাছে নতুন কিছু নয়। তিনি খুব সাবলীলভাবেই এই ধরনের পোজ দিয়ে থাকেন।
সম্প্রতি সামনে এলো আরও এক ছবি, যা অসাবধানতার কারণেই ভাইরাল হয়ে ওঠে। সাদা পোশাকে রাস্তায় প্রিয়ঙ্কা।
আপাদমস্তক ঢাকা থাকলেও উন্মুক্ত বক্ষের বোতাম। যা তিনি হয়তো প্রথম অবস্থায় খেয়াল করেননি।
ফলে পাশ থেকে নজরে পড়ল ভেতরের অন্তর্বাস, স্তনের বেশিরভাগ অংশই ফ্রেমবন্দি, খানিকক্ষণের মধ্যেই তা খেয়াল করেন প্রিয়ঙ্কা।
এরপর তা হাত দিয়ে ঢেকে নিয়ে আবারও পথ চলতে শুরু করেন প্রিয়ঙ্কা। যদিও ওয়াড্রব ম্যালফাংশন প্রিয়ঙ্কার কাছে নতুন কিছু নয়।
একাধিকবার অন্তর্বাস নিয়ে সমস্যায় পড়তে দেখা যায় পিগিচপসকে। এই ছবি মুহূর্তে ভক্তমহলের নজর কেড়ে হয়ে ওঠে ভাইরাল।