'রণবীরের প্রথম কেনা কন্ডোম কী', প্রশ্ন শুনেই লজ্জায় লাল প্রিয়াঙ্কা
- FB
- TW
- Linkdin
এক সাংবাদিক তাঁকে প্রশ্ন করে, রণবীরের প্রথম কেনা কন্ডোমের ব্র্যান্ড কী। প্রশ্ন শুনতেই প্রিয়াঙ্কার মুখ চোখ একেবারে লাল হয়ে যায়। তিনি সরাসরি বলে দেন, "আমি জানতেও চাই না। শুনতেও চাই না।"
কে কাকে কতটা চেনেন, এই ছিল রাউন্ড। প্রিয়াঙ্কাকে রণবীরের বিষয় প্রশ্ন করা হবে এবং রণবীরকে প্রিয়াঙ্কার বিষয়।
প্রিয়াঙ্কা বাকি প্রশ্নের উত্তর সাবলিলভাবে দিলেও এই প্রশ্নের উত্তর আর সাবলিলভাবে দেওয়া তাঁর পক্ষে সম্ভব হল না।
তিনি হাসতে হাসতেই স্পষ্ট জানিয়ে দেন, "বড্ড বেশি তথ্য দেওয়ার বা নেওয়ার কোনও উৎসাহ নেই আমার। আর এটা অত্যন্ত ব্যক্তিগত। আমি উত্তর দিতে পারব না।"
অন্যদিকে প্রিয়াঙ্কার সঙ্গে ঠাট্টা করে উঠলেন রণবীর। বারবার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তাঁকে জোর করে গেলেন। নাছোরবান্দা রণবীর।
প্রিয়াঙ্কাকে তিনি বলেন, "তোমার তো এই প্রশ্নের জবাব জানা উচিত। কেন দেবে না উত্তর। খুব সাধারণ একটা জবাব। দিয়ে দাও।"
অভিনেত্রীও উল্টে বলেন, তিনি জানলেও উত্তরটি দিতে চান না। হতে পারে খুবই সহজ উত্তর কিন্তু তিনি এ ব্যাপারে চুপ থাকাই শ্রেয় মনে করছেন।
রণবীর ছাড়া পাত্র নয়, শুরু করলেন লেগপুল করা। প্রিয়াঙ্কাকে বললেন, কেন কুল হতে পারছেন না তিনি। এগুলো তো সাধারণ প্রশ্ন।
প্রিয়াঙ্কা কুল হলেও, এসব প্রশ্নের উত্তর তিনি দিতে পারবেন না। প্রিয়াঙ্কা এবং রণবীরের সম্পর্ক এমনই ছোটবেলার বন্ধুদের মত।
বহু সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা এবং রণবীর দুজনেই বলেছেন, তাঁরা দিল ধড়কনে দো ছবিতে ঠিক যেমন চরিত্রে অভিনয় করেছেন, বাস্তব জীবনে তাঁরা একে অপরের সঙ্গে এমনই ব্যবহার করেন।