খুশির খবর প্রিয়ঙ্কার জীবনে, জোনাস পরিবারে আসতে চলেছে নতুন অথিতি
- FB
- TW
- Linkdin
সম্প্রতি তাঁকে পরিবার শুরু করার প্রশ্ন করা হয়। অর্থাৎ মা হওয়ার কোনও প্ল্যান তাঁর এখন আছে কিনা সে বিষয় জিজ্ঞেস করায় প্রিয়াঙ্কা জানান, অবশ্যই আছে।
তবে তিনি অন্তঃস্ত্বা নন। মা হতে চলেছে তাঁর পরিবারেরই একজন। সোফি টার্নার। হলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। গেম অফ থ্রোনসে অভিনয় করেছেন সোফি।
তাঁকে বেবি বাম্প নিয়ে রাস্তায় দেখা গেল নিজের পরিবারের সঙ্গে। তাঁৎ মা-বাবার পাশাপাশি ছিলেন জো জোনাসও। সাদা রঙের একটি ড্রেস পরেছিলেন সোফি।
মাস্ক পরে বেরিয়ে পড়েন মর্নিং ওয়াকে। জোনাস পরিবারে এখন এই খুশির খবরে আনন্দে আত্মহারা। প্রসঙ্গত, প্রিয়ঙ্কা ফ্যামিলি প্ল্যানিংয়ের বিষয় জানিয়েছিলেন, এ বছর বহু কাজ পড়ে রয়েছে।
লকডাউনের কারণে সেই কাজ গুলো পিছিয়ে গিয়েছে, যা সময়ের মধ্যে শেষ করতেও প্রিয়ঙ্কার সময় লাগবে। পেশাগত কাজ ছাড়াও ব্যক্তিগত কিছু কাজও রয়েছে তাঁর।
সে সমস্ত কাজ সম্পন্ন হলেই এই বিষয় নিয়ে নিক ও তিনি ভাববেন। কারণ সন্তান মানুষ করা মোটেই সহজ কাজ নয়। যথেষ্ট দায়িত্ববান হতে হয় এর জন্য। প্ল্যানিংও লাগে এর জন্য।
তবে প্রিয়ঙ্কা এও বলেন, মা হওয়ার জন্য তিনি ব্যাকুল। ঈশ্বরের কৃপা থাকলে, সঠিক সময় অবশ্যই মা হবেন তিনি। সঠিক সময়ের অপেক্ষা করাই এখন তাঁর কাজ।
প্রিয়ঙ্কার এই উত্তরে ভক্তরা বেশ খুশি হয় সে সময়। তাদের কথায়, প্রিয়ঙ্কা নিজের পেশা নিয়ে যতটা ভাবেন, ততটাই ব্যক্তিগত জীবন নিয়েও চিন্তিত।
নিকের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে বলিউড থেকেও বেশ খানিকটা সরে গিয়েছেন। যদিও সেলেব দম্পতিকে দেখা গিয়েছিল ইশা অম্বানির হোলি পার্টিতে। দেশের মাটিতে রীতিমত মন ভরে হোলি খেলে বিদেশে ফিরেছেন প্রিয়ঙ্কা।