একাধিক সন্তানের মা হতে চান প্রিয়ঙ্কা, তবে কি 'গান্ধারি'র পথেই হাঁটছেন বলিউডের 'দেশি গার্ল'
First Published Jan 12, 2021, 1:56 PM IST
বিয়ের ২ বছর পার করেছেন নিক-প্রিয়ঙ্কা জুটি। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি নতুন অতিথি আসতে চলেছে নিক-প্রিয়ঙ্কার জীবনে। সত্যিই কি জোনাস পরিবারে ছোট্ট খুদে আসতে চলেছে। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বি-টাউনে। এর মধ্যেই বোমা ফাটালেন প্রিয়ঙ্কা চোপড়া। সন্তানের ক্ষেত্রে তিনি কোনও কার্পণ্য করতে চান না বলেই সাফ জানিয়েছেন। তবে কি গান্ধারির পথেই হাঁটতে চাইছেন বলিউডের 'দেশি গার্ল।'
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন