- Home
- Entertainment
- Bollywood
- আসুক পরিবর্তন, বলিউডকে জ্ঞান দিতেই বিপাকে প্রিয়ঙ্কা, সেই কারণেই কি কমছে ছবির সংখ্যা
আসুক পরিবর্তন, বলিউডকে জ্ঞান দিতেই বিপাকে প্রিয়ঙ্কা, সেই কারণেই কি কমছে ছবির সংখ্যা
প্রিয়ঙ্কা চোপড়া জোনাস, বরাবরই ছক ভাঙার গল্প বলে থাকেন। তাঁর কেরিয়ার গ্রাফেও সেই একই ধাঁচ বারে বারে চোখে পড়ে। কখনও সামনে উঠে আসে তাঁর ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়, কখনও তাঁর কেরিয়ারের নয়া মোড়। সম্প্রতি প্রকাশ্যে আসা প্রিয়ঙ্কার বইয়ে তেমনই এক এক ধাপ তুলে ধরেছেন অভিনেত্রী।
| Published : Jul 31 2021, 09:11 AM IST
আসুক পরিবর্তন, বলিউডকে জ্ঞান দিতেই বিপাকে প্রিয়ঙ্কা, সেই কারণেই কি কমছে ছবির সংখ্যা
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
111
সবে মাত্র জীবনের অর্ধেক পথই চলা হয়েছে। সেই পথচলার নানান ওঠা পড়ার অভিজ্ঞতাকে বইয়ের আকারে ভক্তদের সামনে তুলে ধরলেন প্রিয়ঙ্কা। বইয়ের নাম আনফিনিস্ড। এই বইতেই একাধিক অধ্যায়ে ধরা পড়েছে প্রিয়ঙ্কার জীবনের গল্প, কখনও বলিউডে কাটানো সেরা মুহূর্তেরা পাতায় পাতায় জায়গা করেছে।
211
311
ঠিক একই ভাবে তাঁর জীবনে কাটানো চরম অধ্যায়গুলো ঝড় তুলেছে মাঝে মধ্যেই। বই মুক্তির আগের রাতে মুখবন্ধ নিজেই পড়েছিলেন প্রিয়ঙ্কা। ভাষাজ্ঞান শব্দের দক্ষতার পাশাপাশি তাঁর লেখনীর তারিফ হয়েছে দিকে দিকে। প্রিয়ঙ্কার ভক্তদের কাছে এখন তিনি এক খোলা বই।
411
যার ফলে বাদ থাকল না কোনও অধ্যায়ই। প্রতিটা পদে পদে ধরা পড়ল প্রিয়ঙ্কার ট্রাগেলের দিনগুলোর কথা। সেখানেই তিনি তুলে ধরলেন, বলিউড যখন তাঁকে বেড়িয়ে যাওয়ার পথ দেখিয়েছিল। কেন আলাদা পারিশ্রমিক অভিনেতা-অভিনেত্রীর!
511
ই প্রশ্ন প্রথম তুলেছিলেন তিনি। পারিশ্রমিক হবে দক্ষতা, যোগ্যতা ও পরিশ্রম অনুযায়ী। তা মেনে নিতে নারাজ ছিলেন প্রিয়ঙ্কা। সেই সুবাদেই শুরু হয় প্রিয়ঙ্কার সঙ্গে বলিউডের বিবাদ। রীতিমত তাঁকে বলা হয় ছবি করা ছেড়ে দিতে। এমনই নানা কাহিনি প্রিয়ঙঅকা তুলে ধরেছেন তাঁর বইয়ের পাতায়।
611
প্রিয়াঙ্কা বরাবরই চেয়ে ছিলেন নিজের জায়গা পাকা করতে বলিউডে। যার জন্য খুব একটা বেশি সময় লাগেনি। কি বলবো ডিউটি নয় বর্তমানে হলিউডেও তার উপস্থিতি চোখে পড়ার মতো।
711
তবে ভারতের বাইরে ছবির সিস্টেম যেভাবে চলে তা এখানকার চলচ্চিত্রের পুরনো ধ্যান-ধারণা থেকে অনেকটা এগিয়ে। যা রীতিমতো ঝেড়ে ফেলতে চেয়েছিলেন' প্রিয়াঙ্কা চোপড়া। চেয়ে ছিলেন অভিনেতা অভিনেত্রী তকমা ঘোচাতে।
811
কেন কোনো ছবিতে সবসময় অভিনেতাদের ই পারিশ্রমিক বেশি হবে। কেন কোন ছবিতে কেবলমাত্র হিরন নামেই প্রচার হবে। কেন সমান মর্যাদা পাবে না অভিনেত্রীরা। যোগ্যতা থাকা সত্ত্বেও পারিশ্রমিক কেন কম।
911
এমনই নানা ধরনের প্রশ্নের মুখোমুখি বলিউডকে ফেলেছিলেন প্রিয়াঙ্কা। কেউ জানিয়েছিলেন সাধুবাদ কেউ আবার তাকে কটাক্ষ করতে পিছুপা হয়নি। যার ফলে হয়তো কমেছে তার বলিউডের ছবি করার জায়গা।
1011
বিষয়টা বেশ খানিকটা খোলসা করেছিলেন করিনা কাপুর। প্রিয়াঙ্কাকে ব্যঙ্গ করে তিনি জানিয়েছিলেন কেউ যদি বাইরে থেকে ছবি করে এসে নিজের দর বাড়িয়ে ফেলেন তাহলে তা মোটেও কাম্য নয়।
1111
যদিও এই পাকা কথার কোনো উত্তর দেননি প্রিয়াঙ্কা। নিজেকে তিনি বিশ্বচলচ্চিত্রের দরবারে উপস্থাপনা করতে মরিয়া। তাই কটাক্ষ সমালোচনা নিয়ে ভাবার বিন্দুমাত্র সময় তার হাতে নেই।