অশ্লীল পোশাকে নরেন্দ্র মোদীর ছবি, স্তনযুগল দান করা, কন্ট্রোভার্সি ক্যুইন রাখির সেরা বিতর্ক
First Published Nov 25, 2020, 3:33 PM IST
হেট হার অর লাভ হার, ইউ ক্যানোট ইগনোর হার। এই ইংরেজি কথাটি যেন অক্ষরে অক্ষরে মিলে যায় রাখি সাওয়ান্তের সঙ্গে। তাঁর ইউনিক ব্যক্তিত্ব নিয়ে তিনি আজও বিনোদন জগতের পরিচিত কন্ট্রোভার্শিয়াল ক্যুইন। তিনি কী করছেন, কী বলছেন, কোথায় যাচ্চেন, সবই যেন মিম মেটিরিয়াল। যদিও রাখি প্রথমদিকেই একেবারেই এমন অদ্ভুত আচরণ করতে না। বরং যেকোনও সাক্ষাৎকারে খানিক রেখে হলেও স্বাভাবিকভাবেই কথা বলতেন। তবে যত দিন যাচ্ছে তাঁর ব্যক্তিত্ব যেন আরও হাস্যকর হয়ে উঠছে। তাঁর জন্মদিনে অন্যতম বিতর্কগুলি আজও সেরা।

মিকা সিংয়ের সঙ্গে একটি পার্টিতে জোর করে তাঁকে চুমু খাওয়া নিয়ে সাংঘাতিক বিতর্ক সৃষ্টি করেছিলেন রাখি। তাঁর অভিযোগ ছিল, মিকা জোর করেই তাঁর সঙ্গে চুম্বনে লিপ্ত হয়েছিলেন।

নরেন্দ্র মোদীর ছবি নিজের পোশাকে বিভিন্ন জায়গায় ছেপে মারাত্মক বিতর্কের মুখে পরেছিলেন রাখি। প্রধানমন্ত্রীর ছবি তাঁর খোলামেলা পোশাকে চারিপাশে ছড়িয়ে ছিল যা অশ্লীল মনে হয় একাধিক মানুষের কাছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন