- Home
- Entertainment
- Bollywood
- ঐশ্বর্য থেকে সলমন, রাখি বন্ধন স্পেশ্যালে দেখে নিন রক্তের বন্ধন ছাড়া বলিউডের ভাই-বোন জুটিকে
ঐশ্বর্য থেকে সলমন, রাখি বন্ধন স্পেশ্যালে দেখে নিন রক্তের বন্ধন ছাড়া বলিউডের ভাই-বোন জুটিকে
- FB
- TW
- Linkdin
বলিউডের প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন ও সোনু সুদ হলেন তেমনই ভাই-বোন জুটি। যোধা আকবর ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সোনু ও ঐশ্বর্য। তারপর থেকেই তাদের সম্পর্ক আরও গাঢ় হয়েছে। প্রতিবছপ রাখি বন্ধনের এই বিশেষ দিনে সোনুর হাতে রাখই বাঁধেন ঐশ্বর্য।
অভিনেতা পুলকিত সম্রাটের স্ত্রী শ্বেতা হলেন বলিউডের ভাইজান সলমন-এর রাখি বোন। শ্বেতা প্রতিবছর আজকের দিনে রাখি বাঁধেন সলমনের হাতে।
বলি অভিনেত্রী মালাইকা আরোরার বোন অমৃতা আরোরা প্রতি বছর তার বোনের প্রাক্তন স্বামী আরবাজ খানকে রাখি বাঁধেন।
করিনা কাপুর ও মনীষ মলহোত্রা। প্রতি বছর রাখির এই বিশেষ দিন নিজের ভাই হিসেব মনীষকেই রাখি বাঁধেন।
করিনা কাপুর ও মনীষ মলহোত্রা। প্রতি বছর রাখির এই বিশেষ দিন নিজের ভাই হিসেব মনীষকেই রাখি বাঁধেন।
করিনা কাপুর ও মনীষ মলহোত্রা। প্রতি বছর রাখির এই বিশেষ দিন নিজের ভাই হিসেব মনীষকেই রাখি বাঁধেন।
বিপাশা বসু ফ্যাশন ডিজাইনার রকিকে তার নিজের ভাই বলে মনে করেন। বিপাশা প্রতিবছর আজকের দিনে রাখি বাঁধেন রকির হাতে।