গোপনে কি সেরে ফেললেন বাগদান পর্ব, রণবীর-আলিয়াকে নিয়ে জল্পনা তুঙ্গে
বছরের শেষেই রাজস্থানের পথে বাড়িয়েছিলেন বলিউডে হট কপিল রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুহূর্তে সেই ছবি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। দুইপরিবারও গিয়েছিল জুটির সঙ্গেই। তবে কি নতুন বছরের শুরুতে সেরে ফেললেন তাঁরা বাকদান পর্ব, জল্পনা তুঙ্গে...

মহেশ পরিবার ও কাপুর পরিবার, বছরের শেষেই ধরা দিয়েছিলেন মুম্বই বিমানবন্দরে। সেখান থেকে সোজা ডেস্টিনেশন রাজস্থান।
এক কথায় বলতে গেলে পারিবারিক এক গালা পার্টি। সেখানে গিয়েই তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন রণবীর সিং ও দীপিকা পাদুকোন।
কখনও সামনে এসেছে তাঁদের জঙ্গল সাফারির ছবি। কখনও আবার ভাইরাল হয়েছে আলিয়ার হট পোজে বর্নফায়ার।
তবে নেট দুনিয়া একে শুধুমাত্র ফ্যামিলি ট্রিপ বলে উড়িয়ে দিতে নারাজ। অনেকেরই মনে সন্দেহ জেগেছে, এটা কি কোনো গোপন এঙ্গেজমেন্ট পার্টি ছিল!
সকলের অলক্ষ্যেই কি বাগদান পর্ব সেরে ফেললেন এই জুটি। এর কোনও স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তবে তাঁদের ট্রিপ থেকে একাধিক ছবি বর্তমানে ভাইরাল।
কখনও ছবি পোস্ট, কখনও আবার ইন্টাস্টোরিতে ঝড়। কোন টেন্টে ছিলেন এই জুটি, কীভাবে কাটল ভ্যাকেশন, সবই মুহূর্তে নজর কাড়ে সকলের।
তবে নতুন বছরের পার্টি সেরে এবার ঘরে ফেরার পালা। শনিবারই মুম্বই বিমানবন্দরে নামল গোটা পরিবার। একসঙ্গে সকলে মিলে হাসি মুখে ফ্রেমবন্দী। আবারও কাজে ফেরার পালা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।