- Home
- Entertainment
- Bollywood
- নারী নির্যাতনের প্রসঙ্গে বিস্ফোরক উপদেশ রানির, এমন পরিস্থিতিতে পড়লে মেয়েদের কী করতে হবে
নারী নির্যাতনের প্রসঙ্গে বিস্ফোরক উপদেশ রানির, এমন পরিস্থিতিতে পড়লে মেয়েদের কী করতে হবে
- FB
- TW
- Linkdin
রানি মুখোপাধ্যায়, বলিউডে রোম্যান্স কুইনের এক একটি ফ্রেমই ঝড় তুলতে পারে হাজার হাজার ভক্তদের মনে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে যে ভাবে একে একে বিভিন্ন মহল থেকে মেয়েরা মিটু মুভমেন্টে মুখ খুললেন, তা এক কথায় বলতে গেলে ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়।
কখনও অভিনেত্রী, কখনও আবার এক কর্পোরেট ওয়ার্ডের মহিলা। একের পর এক অভিযোগে ভরতে থাকছে নেট দুনিয়ার পাতা।
নারী নির্যাতনের খবর এখন আর ধামা চাপা দেওয়া নয়। মুহূর্তে মানুষের সামনে উঠে আসছে এক একটি জঘন্য মানসিকতার ছবি।
এমন পরিস্থিতিতে একটি মেয়ের ঠিক কী করা উচিৎ! প্রশ্ন করতেই মর্দানি অভিনেত্রী, সাফ জানালেন ছেলেদের দুই পায়ের ফাঁকে মার, দুবার না ভেবে।
পরে যা হওয়ার তাই শাস্তি হবে, কিন্তু তৎক্ষণাৎ মুখে বুঁজে সহ্য করা নয়। মর্দানি ছবির প্রচারে এসে এমনটাই জানিয়েছিলেন।
নারী নির্যাতনের প্লটে বাঁধা এই গল্পের পরতে পরতে থাকা প্রতিবাদের আগুনেই যেন এদিন সাক্ষাৎকারে উগরে দিলেন রানি মুখোপাধ্যায়।