- Home
- Entertainment
- Bollywood
- বারে বারে মেয়ের মুখে বালিশ চাপা দিচ্ছেন রানি, বিরক্ত আদিরা, কী এমন ঘটল পার্টিতে
বারে বারে মেয়ের মুখে বালিশ চাপা দিচ্ছেন রানি, বিরক্ত আদিরা, কী এমন ঘটল পার্টিতে
- FB
- TW
- Linkdin
রানি মুখোপাধ্যায় প্রতিটা স্টারের মতই নিজের সন্তানকে লাইম লাইট থেকে দূরে রাখতে পছন্দ করেন। বরাবরই তিনি এই বিষয় ভীষণ সচেতন।
এবারও তার ব্যতিক্রম হল না। রানি মুখোপাধ্যায় ফোটোগ্রাফারদের সাফ জানিয়ে দেন, যেন কোনও আদিরার ছবি সামনে না আসে।
কিন্তু সেই দিকে বিন্দু মাত্র কর্ণপাত করতে নারাজ পাপরাজিৎরা। যার ফলে আদিরাকে দেখলেই সকলেই এক কথায় ঝাঁপিয়ে পড়েন।
রানি মুখোপাধ্যায় এবার হাজির হয়ে ছিলেন করণ জোহারের দুই সন্তানের জন্মদিনে। সঙ্গে নিয়েছিলেন আদিরাকে।
সেখানে আসার সময়ই তাঁর গাড়ি ছেঁকে ধরে ফোটোগ্রাফাররা। সকলে মিলে ছবি তুলতে শুরু করে আদিরার।
এই পরিস্থিতিতেই মেয়ের মুখ ঢাকতে রানি মুখোপাধ্যায় কুশন চাপা দিয়ে দিলেন। এতে রীতিমত বিরক্ত হয়ে যাচ্ছিল আদিরা।
কিন্তু রানি নিজের সিদ্ধান্তে অনঢ়। যার ফলে এভাবেই পার্টিতে প্রবেশ করলেন তিনি। পার্টিতে প্রবেশ করেও একই নির্দেশ দিলেন তিনি।
এই পার্টিতেই উপস্থিত ছিলেন মম টু বি করিনা কাপুর। বেবিবাম্প নিয়ে একাধিক পোজ দিয়ে ভাইরাল বেবো। তিনিও এই একইভাবে সন্তানদের আড়াল করতে চান।
যদিও তৈমুরের বেলায় তা সম্ভব হয়নি। এবার অনুষ্কা আর বিরাটের পথই অনুসরণ করলেন। আগে থেকেই জানিয়ে দিলেন নতুন সন্তানের কোনও ছবি যেন প্রকাশ্যে না আসে।