- Home
- Entertainment
- Bollywood
- অ্যাংজাইটির সমস্যা দীপিকার, NCB-র জেরার সময় সামনে থাকতে চান রণবীর, পাঠালেন আবদন
অ্যাংজাইটির সমস্যা দীপিকার, NCB-র জেরার সময় সামনে থাকতে চান রণবীর, পাঠালেন আবদন
মাদক কাণ্ডে ডেকে পাঠানো হয়েছে দীপিকা পাড়ুকোনকে। রিয়া চক্রবর্তী গ্রেফতারের পরই প্রকাশ্যে উঠে আসে একাধিক তারকার নাম। যার মধ্যে রয়েছে রণবীর ঘরণীর নামও। এবারহ পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামলেন রণবীর।
| Published : Sep 25 2020, 09:04 AM IST / Updated: Sep 25 2020, 09:15 AM IST
- FB
- TW
- Linkdin
সারা আলি খান, শ্রদ্ধা কাপুর সহ জানা যায় রকুল ও দীপিকার ও নাম। সামনে উঠে আসে একাধিক হোয়াটসঅ্যাপ মেসেজ।
যা ঘিরে সৃষ্টি হয় জল্পনা। তারকাদের অন্দরমহলের একাধিক কথোপকথন হয়ে ওঠে ফাঁস। কোপের মুখে পড়তে হয় সকলকেই।
শনিবারই জেরা করা হবে দীপিকাকে। সমন পেতেই তৎপর দীপিকা পাড়ুকোন। তিনিও বৃহস্পতিবার রাতে বিমানবন্দরে পৌছলেন। সঙ্গে রণবীর।
মাদকের সঙ্গে তাঁর কী যোগ তা খোলসা করতে তৎপর এনসিবি। বিভিন্ন মেসেজে তিনি হ্যাশ নিয়ে কথা বলেছেন, তার উত্তর দিতে হবে দীপিকাকে।
অন্যদিকে দীপিকাকে এনসিবির মুখে ঠেলে দিতে সাহস পাচ্ছেন না রণবীর সিং। বিমানবন্দরে দীপিকার সঙ্গে হাজির হলেন তিনিও।
এবার এনসিবিকে আবেদন করে রণবীর জানালেন জেরার সময় কী তিনি উপস্থিত থাকতে পারে! কারণ দীপিকা অ্যাংজাইটির রোগী।
শনিবারই এনসিবির দফতরে ডেকে পাঠানো হয়েছে দীপিকাকে, সেদিন দীপিকার সঙ্গে এনসিবিতে যেতে চান রণবীর সিং।
সূত্রের খবর, শুক্রবার এই দিকেই নজর দিয়েছেন রণবীর, দীপিকাকে প্রটেকশন দিতে ও তাঁর পাশে থাকতে তিনি এনসিবি-র দরজায় যেতেও রাজি।