৫ বিশেষ কারণই আপনাকে 'গুলাবো সিতাবো' দেখতে বাধ্য করবে, জানলে অবাক হবেন
- FB
- TW
- Linkdin
কবে আসবে সেই দিন। এই অপেক্ষায় তাকিয়ে বলিউডের সিনেমাপ্রেমীরা। অবশেষে লকডাউনের মধ্যেই ডিজিটালে মুক্তির পথে 'গুলাবো সিতাবো' । কালই সেই বিশেষ দিন।
এই প্রথমবার অমিতাভ বচ্চন এবং আয়ুষ্মান খুরানাকে একসঙ্গে দেখা যাবে। বিগ বি-র সঙ্গে আয়ুষ্মান যুগলবন্দি দেখতে হলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। বাচ্চা থেকে বড় সকলেই মনেই দাগ কেটেছে ছবির অমিতাভকে।
'গুলাবো সিতাবো' ছবিটি পরিচালনা করেছেন সুজিত সরকার। যিনি এর আগেও ভিকি ডোনার, পিঙ্কের মতো আরও ভাল ভাল ছবি পরিচালনা করেছিলেন। প্রতিটি ছবিই বক্স অফিসে সুপারহিট। সুতরাং এই ছবিও যে দর্শকদের হতাশ করবে না তা বোঝাই যাচ্ছে। সুজিত সরকারের হাত ধরেই বলিউডে অভিষেক হয়েছিল আয়ুষ্মানের।
ছবির ট্রেলারেই গল্পের আভাস খানিকটা মিলেছে। বাড়িওয়ালা ও ভাড়াটের টক-মিষ্টি মজাদার কেমিস্ট্র সকলেরই মন কেড়েছে।
ছবিতে বেশ নবাবী স্টাইল প্রকাশ পেয়েছে। ছবির বেশিরভাগ শুটিং নবাবদের শহর লখনউ-এর আশেপাশে করা হয়েছে। ছবিতে নবাবী স্টাইলকে বেশ প্রাধান্য দেওয়া হয়েছে।
ছবিতে অমিতাভ একজন ৯০ বছর বয়সী প্রবীণ চরিত্রে অভিনয় করেছেন। যিনি কোনওভাবেই নিজের সম্পত্তি বিক্রি করতে চান না।
কিন্তু আয়ুষ্মান তাকে বলেছেন, আপনার কোনও ছেলে নেই, আমার কোনও বাবা নেই আপনি আমাকে দত্তক নিন। ছবিতে দুজনের মজার কেমিস্ট্রি বেশ উপভোগ্য।
ছবিটি মূলত বাড়ির ভাড়াটে ও মালিককে কেন্দ্র করে করা হয়েছে। ছবিতে মির্জার ভূমিকায় দেখা যাবে অমিতাভকে।
ছবি নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলেই আসছে। ছবিতে পুরো অন্য লুকে নজর কেড়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন।
বহুদিন আগে নয়া লুকে সকলকে চমকে দিয়েছিলেন অমিতাভ। অমিতাভকে দেখে যেন চেনায় যাচ্ছে না। প্রস্থেটিক মেক আপের সাহায্যে নিজের লুক পুরো পাল্টে ফেলেছেন অভিনেতা।